এক্সপ্লোর
Bengali Serial Update: দোলের মহাপর্বে জোড়া বিপদের সম্মুখীন পর্ণা আর শ্যামলী! কী হল আজকের এপিসোডে?
Neem Phuler Madhu: দোলের উৎসবে শ্যামলী ও অনিকেত হাজির সৃজন ও পর্ণা পরিবারে। কিন্তু সেখানেই রয়েছে এক বিপদ!
পর্ণা-সৃজনের সঙ্গে দোল খেলতে হাজির শ্যামলী-অনিকেত, কিন্তু দত্তবাড়িতে অপেক্ষা করছে বিপদ!
1/10

ধারাবাহিক 'নিম ফুলের মধু' (Neem Phuler Madhu)-তে নতুন মোড়। দোলযাত্রার পর্বে আসবে নতুন চমক। কী কী হল আজকের এপিসোড? এক ঝলকে দেখে নেওয়া যাক।
2/10

আর এই পর্বে, একসঙ্গে মিলে দোল খেললেন দত্তবাড়ি ও জোড়াবাড়ির সদস্যরা। আর জোড়াবাড়ি মানেই হল অনিকেত আর শ্যামলীর বাড়ি। দোলের উৎসবে তারা হাজির সৃজন ও পর্ণা পরিবারে। কিন্তু সেখানেই ছিল এক বিপদ!
3/10

দত্তবাড়ি বোম মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল রাঘব গুছাইতের লোকেরা। বাড়িতে উৎসব অনুষ্ঠান হবে, লোকজন আসবে, সেই কথা জানতে পেরে রাঘব গুছাইতের লোকেরা একটি সোফার তলায় বোমা রেখেছিল। অজান্তে সেই সোফার ওপরেই গিয়ে বসে পর্ণা।
4/10

কিন্তু তাকে সরিয়ে সেখানে গিয়ে বসে শ্যামলী। শ্যামলীর এই কাজ লক্ষ করে অনিকেত। তার মন ছুঁয়ে যায় শ্যামলীর এই আত্মত্যাগ। তবে এরপরে গোটা বিষয়টা জানাজানি হতেই সেখানে আসে বম্ব স্কোয়ার্ডের লোকজন। তারা এসে সেই বম্ব নিষ্ক্রিয় করে ও দুই পরিবারকেই বিপদের হাত থেকে বাঁচায়।
5/10

তবে এখানেই শেষ নয় চমকের। অনিকেত তিস্তাকে ফোন করে তার সঙ্গে হোলি খেলবে বসে। দত্তবাড়িতে আমন্ত্রণ জানায় তিস্তাকে।
6/10

কিন্তু শ্যামলী আর তিস্তার একসঙ্গে আসা কিভাবে সম্ভব? শ্যামলী যাতে রং খেলতে পারি অনিকেতের সঙ্গে, তাই তিস্তা সেজে দত্তবাড়িতে হাজির হয় পর্ণা!
7/10

এরপরে? পর্ণার চেষ্টায় কি ধীরে ধীরে জমে উঠবে অনিকেত আর শ্যামলীর রসায়ন? অন্যদিকে পর্ণা আর সৃজনের সম্পর্কের কি নয়া মোড়? সেই গল্প বলবে আগামী এপিসোড
8/10

আজ নাচে-গানে জমে উঠেছিল এপিসোড। লাল আবিরে শ্যামলীকে রাঙিয়ে দেয় অনিকেত। জমে ওঠে তাঁদের রসায়ন
9/10

এক বাড়িতে দোল খেলতে এসে দুই ধরণের বিপদের সম্মুখীন হয় শ্যামলী ও পর্ণা। একে অপরকে বিপদের হাত থেকে বাঁচায় সে।
10/10

আজকের এই এপিসোড নাচে-গানে জমিয়ে দেন অনিকেত ও সৃজন।
Published at : 28 Mar 2024 11:31 PM (IST)
View More
Advertisement
Advertisement






















