এক্সপ্লোর
Patralekha Paul Birthday: চিনে নিন 'সিটিলাইটস' অভিনেত্রী পত্রলেখা পালকে
পত্রলেখা পাল
1/10

আজ জন্মদিন 'সিটিলাইটস' অভিনেত্রী পত্রলেখা পালের। তবে, তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও-র স্ত্রী।
2/10

বলিউড অভিনেত্রী পত্রলেখা পালের জন্ম শিলংয়ের এক বাঙালি পরিবারে। তাঁর বাবা ও মা দুজনেই বাঙালি।
3/10

পত্রলেখা পালের মা একজন গৃহবধূ। তাঁর বাবা চার্টার্ড অ্যাকাউন্টট্যান্ট। অভিনেত্রীর বাবা চাইতেন, তাঁর পেশাতেই আসুন পত্রলেখা।
4/10

অর্থনীতি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করলেও অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন পত্রলেখা পাল। ছোটবেলা থেকেই অবিনয়ের প্রতি টান ছিল তাঁর।
5/10

বলিউডে কেরিয়ার শুরু করার আগে একাধিক বিজ্ঞাপনে দেখা গিয়েছে পত্রলেখা পালকে। বেশ কিছু নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হিসেবে দেখা যায় তাঁকে।
6/10

শোনা যায়, ২০১০ সাল থেকে বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন পত্রলেখা পাল। প্রায় ১১ বছর সম্পর্কে থাকার পর তাঁরা গত বছর বিয়ে সারেন।
7/10

২০১৪ সালে বলিউডে আত্মপ্রকাশ হয় পত্রলেখা পালের। পরিচালক হনশল মেহতার ছবি 'সিটিলাইটস' দিয়ে প্রথমবার নায়িকার চরিত্রে দেখা যায় তাঁকে।
8/10

'সিটিলাইটস' ছবিতে অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে পর্দায় জুটি বাঁধেন অভিনেত্রী। এরপর একাধিক ছবিতে কাজ করলেও পত্রলেখা পালের বলিউড জার্নি খুব দীর্ঘ নয়।
9/10

'লভ গেমস', 'নানু কি জানু' ছবিতে অভিনয় করেন পত্রলেখা। অভিনয় করেছেন বেশ কিছু ধারাবাহিক এবং ওয়েব সিরিজেও।
10/10

বলিউড অভিনেত্রী পত্রলেখা পালকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
Published at : 20 Feb 2022 04:45 PM (IST)
View More
Advertisement
Advertisement

























