এক্সপ্লোর
Radhika Marchant: মা-ঠাকুমার সাবেক গয়না, রাধিকার বিবাহবেশে ছিল কী কী বিশেষত্ব?
Radhika Marchant Wedding Dress: বিশেষ দিনের জন্য আবু জানি সন্দীপ খোসলার লেহঙ্গা বেছে নিয়েছিলেন রাধিকা মার্চেন্ট।
বিশেষ দিনের জন্য আবু জানি সন্দীপ খোসলার লেহঙ্গা বেছে নিয়েছিলেন রাধিকা মার্চেন্ট।
1/10

বিবাহবেশ। যে কোনও নারীর স্বপ্নের সাজ। আর যাঁর বিয়েটাই এত স্বপ্নিল, তাঁর বিবাহবেশ কেমন হল তা নিয়ে তো সবার অপেক্ষা থাকবেই। অবশেষে প্রকাশ্যে এল রাধিকা মার্চেন্টের বিবাহবেশ।
2/10

বিশেষ দিনের জন্য আবু জানি সন্দীপ খোসলার লেহঙ্গা বেছে নিয়েছিলেন রাধিকা মার্চেন্ট। সূক্ষ কাজ ফুটিয়ে তোলা হয়েছিল গোটা লেহঙ্গায়। হালকা গোলাপি আভার লেহঙ্গার সঙ্গে একটি ভারি কাজের লাল দোপাট্টা নিয়েছিলেন রাধিকা।
Published at : 13 Jul 2024 12:24 AM (IST)
আরও দেখুন






















