এক্সপ্লোর
Rakul Preet Singh and Jacky Bhagnani Marriage: সিঁদুরে রাঙা রকুলপ্রীত, গোধূলিবেলায় সমুদ্রসৈকতে শুরু এক নতুন অধ্যায়ের
Rakul Preet Singh and Jacky Bhagnani Marriage First photo: অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল অভিনেত্রী রকুলপ্রীত সিংহ এবং অভিনেতা প্রযোজক জ্যাকি ভাগনানির বিয়ের প্রথম ছবি।

প্রকাশ্যে এল অভিনেত্রী রকুলপ্রীত সিংহ এবং অভিনেতা প্রযোজক জ্যাকি ভাগনানির বিয়ের প্রথম ছবি।
1/10

অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল অভিনেত্রী রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh) এবং অভিনেতা প্রযোজক জ্যাকি ভাগনানি (Jackky Bhagnani)-র বিয়ের প্রথম ছবি।
2/10

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন বলি-অভিনেত্রী নিজেই। সেইসঙ্গে লিখেছেন ভালবাসার বার্তাও।
3/10

বলিউডের ট্রেন্ড মেনেই যেন ন্যুড রঙে সেজেছিলেন রকুলপ্রীত ও জ্যাকি। হালকা গোলাপি ও ক্রিম রঙের মিশেলে ভরাট কাজের একটি লেহঙ্গা পরেছিলেন রকুলপ্রীত।
4/10

অফ হোয়াইট শেরওয়ানিতে সেজেছিলেন জ্যাকি। তাঁর চোখে ছিল সানগ্লাস। ভরাট আনকাট হিরের গয়না পরেছিলেন রকুলপ্রীত। তাঁর হাতে ছিল গাঢ় মেহেন্দি।
5/10

সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে নিয়ে রকুলপ্রীত লিখেছেন, 'তুমি আমার.. এখন এবং চিরকালের।' সেইসঙ্গে তিনি উল্লেখ করে নিয়েছেন বিয়ের তারিখও।
6/10

সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করলেই শুভেচ্ছার বন্যা। বন্ধুদের সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন রকুলপ্রীতের অসংখ্য অনুরাগীরাও। সিন্ধি ও পাঞ্জাবি রীতি মেনে বিয়ে হয় রকুলপ্রীত ও জ্যাকির।
7/10

রকুলপ্রীত পাঞ্জাবি ও জ্যাকি সিন্ধি। সেই কথা মাথায় রেখেই দুই রীতিনীতিই মেনেছেন রকুল-জ্যাকি উভয়েই। সকালে নিয়ম মেনে তাঁদের 'চূড়া' সম্পন্ন হয়েছে।
8/10

গোধূলিতে বসেছে বিয়ের আসর। শিখদের নিয়ম মেনে প্রথমে ‘আনন্দ কারজ’ হয় রকুলপ্রীত ও জ্যাকির। এরপরে, সিন্ধি রীতি মেনে হয় বিয়ে।
9/10

বেশ কয়েক বছর ধরেই প্রেম করছেন রকুলপ্রীত ও জ্যাকি। নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই লুকোচুরি করেননি তাঁরা। গতবছরই জানা গিয়েছিল, ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হতে তৈরি তাঁরা। গোয়ায় বসেছিল রকুলপ্রীত ও জ্যাকির বিয়ের আসর।
10/10

তাঁরা দুজনেই চেয়েছিলেন, সমুদ্রকে সাক্ষী রেখে বালুকাচরে বিবাহের আসর বসাতে। সেই মতোই তাঁরা বেছে নেন গোয়াকে। গোধুলিবেলায়, পড়ন্ত সূর্যের আলোয় ঝলমলিয়ে উঠেন রকুলপ্রীত। মুগ্ধ হন জ্যাকি। প্রেয়সীকে বাঁধেন সাতপাকে।
Published at : 21 Feb 2024 09:57 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
