এক্সপ্লোর
Tollywood News: ঋদ্ধিমা-গৌরবের বিশেষ অতিথি আবির, রান্না হল কী কী?
Rondhone Bondhon: গৌরব ঋদ্ধিমার এই কুকিং শো-এর বিশেষ এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবির চট্টোপাধ্যায়

গৌরব ঋদ্ধিমার এই কুকিং শো-এর বিশেষ এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবির চট্টোপাধ্যায়
1/10

বাড়িতে ছোট্ট ধীর, নতুন ভূমিকায় ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh) ও গৌরব চক্রবর্তীর (Gaurav Chakrabarty)। ধারাবাহিক 'রন্ধনে বন্ধন'-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তাঁরা।
2/10

আর তাঁদের এই কুকিং শো-এর বিশেষ এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। স্বামী-স্ত্রীর একটি বিশেষ এপিসোডে সঞ্চালক হিসেবে হাজির থাকবেন আবিরও।
3/10

এর আগে 'সারেগামাপা'-র সঞ্চালনা করছিলেন আবির, তবে সেই দায়িত্ব এখন অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharyya)-র কাঁধে। তবে আবিরকে এই কুকিং শো-তে নিয়মিতভাবে পাওয়া যাবে না।
4/10

প্রত্যেক সপ্তাহের গল্প হবে আট জুটিকে নিয়ে। কখনও মা-ছেলে, কখনও স্বামী-স্ত্রী, কখনও আবার অন্য় কোনও সম্পর্কের গল্প তুলে ধরা হবে এই মঞ্চে
5/10

সঞ্চালনায় দায়িত্বে গৌরব আর ঋদ্ধিমা। সঙ্গে অবশ্যই থাকবে রকমারি স্বাদের রান্না। তবে নিছক গল্প আর রান্না নয়, প্রত্যেক জুটির সঙ্গে প্রত্যেক জুটিরই প্রতিযোগীতা থাকবে।
6/10

আট জুটির মধ্যে যাঁরা জিতবেন, সেই ৪ জুটির মধ্যে আবার হবে প্রতিযোগীতা। রান্নার সঙ্গে, সম্পর্কের গল্প এই মঞ্চে থাকবে বলেন, শো-এর এইরকম নামের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। বিচারক হিসেবে থাকবেন একজন করে টলি তারকা আর একজন করে সেফ।
7/10

বিশেষ এপিসোড জমিয়ে দেন আবির। নিজের হাতে বিশেষ বিশেষ রান্না আবিরকে খাইয়েও দেন গৌরব। সব মিলিয়ে জমজমাট পর্ব।
8/10

কেবল আবির নয়, অতিথি হিসেবে থাকবেন নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের কলাকুশলীরাও।
9/10

মোহনা মাইতি আসছেন নতুন ধারাবাহিক নিয়ে, এদিন রান্নার মঞ্চে, দম্পতিদের এপিসোডে থাকছেন মোহনা ও ধারাবাহিকের নায়কও।
10/10

আবিরের উপস্থিতি, সুস্বাদু রান্না, সব মিলিয়ে জমজমাট হতে চলেছে রন্ধনে বন্ধনের বিশেষ এপিসোড।
Published at : 24 May 2024 03:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
