এক্সপ্লোর
Advertisement

Ritabhari Chakraborty: ঋতাভরীর কলেজ জীবনের অগোছাল দিনের ছবি

ঋতাভরী চক্রবর্তী
1/8

বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কলেজ জীবনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। আর জীবনের অগোছাল দিনগুলোর ছবি পোস্ট করে নস্টালজিক অভিনেত্রী।
2/8

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কলেজ জীবনের বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেছেন ঋতাভরী চক্রবর্তী। কোনও ছবিতে তাঁকে একা সময় কাটাতে তো কোনও ছবিতে বন্ধুদের সঙ্গে উপভোগ করতে দেখা গিয়েছে।
3/8

ছবি পোস্ট করে ঋতাভরী লিখেছেন, 'কলেজ জীবনে আমার চুল নিয়ে কী নাজেহাল হতে হত। আমার জীবনের সবথেকে অগোছাল দিনগুলোর থ্রোব্যাক ছবি।'
4/8

প্রসঙ্গত, সম্প্রতি নারী দিবসে প্রকাশ্যে আসে ঋতাভরীর আগামী ছবির পোস্টার। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় নিবেদিত এবং অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ফাটাফাটি'-এর (Fatafati) ঘোষণা করা হয়।
5/8

'ফাটাফাটি..এক প্লাস সাইজ মডেলের গল্প', (Fatafati) এই ট্যাগলাইনেই নতুন ছবি করার কথা ঘোষণা হয়েছিল আগেই।'ফাটাফাটি' ছবিতে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী ও আবীর চট্টোপাধ্যায়।
6/8

এই ছবির হাত ধরে দ্বিতীয়বার জুটি বাঁধছেন দুই অভিনেতা ও প্রযোজনা সংস্থা। ঋতাভরীর সঙ্গে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' এবং আবীরের সঙ্গে 'মনোজদের অদ্ভুত বাড়ি' ছবির পর এই দ্বিতীয়বার উইন্ডোজ জুটি বাঁধছে।
7/8

ঋতাভরী চক্রবর্তীর কথায়, 'আমি "ব্রহ্মা জানেন গোপন কম্মটি" ছবি করে প্রচণ্ড গর্ববোধ করি। শুধুমাত্র তার বক্সঅফিস সাফল্যের জন্য নয়, বরং এই ছবিটি সমাজে যে বদল এনেছিল তার জন্য।'
8/8

তিনি আরও বলেন, 'এই ছবির সঙ্গেও আমি আশা করছি সমাজের প্রত্যেক ঘরে ঘরে একটা বার্তা পৌঁছে দিতে পারব। আমি যে টিমের সঙ্গে কাজ করছি তাঁদের ওপর আমার পূর্ণ ভরসা আছে তাছাড়া আমি ওঁদের সঙ্গে ফের কাজ করতে পেরে খুবই খুশি।'
Published at : 28 Mar 2022 01:18 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
