এক্সপ্লোর
Saif Ali Khan: পিঠে বিদ্ধ ছুরি, রক্তাক্ত সেফ নিজেই হেঁটে এসে বসলেন অটোয়! বান্দ্রার সেই অটোচালকের এক্সক্লুসিভ সাক্ষাৎকার
Saif Ali Khan Update: ভয়ের রেশ নেই লেশমাত্রও, অটোয় বসে ছেলের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছিলেন সেফ!
ভয়ের রেশ নেই লেশমাত্রও, অটোয় বসে ছেলের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছিলেন সেফ!
1/10

বৃহস্পতিবার ভোর রাতে হামলার পরে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন সেফ আলি খান (Saif Ali Khan)। সেই সময়ে বাড়িতে তৈরি ছিল না কোনও গাড়ি। কাজেই অটোয় করে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে লীলাবতী হাসপাতালে পৌঁছন সেফ। সেই সময়ে তাঁর সঙ্গে ছিলেন ইব্রাহিম ও ছোট্ট তৈমুর। যে অটোওয়ালা সেফকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন, কী জানাচ্ছেন তিনি? শুনল এবিপি লাইভ।
2/10

অটোওয়ালা জানাচ্ছেন, যখন অটোয় ওঠেন সেফ, তখনও তিনি অভিনেতাকে চিনতে পারেননি। তবে রক্তে ভেসে যাচ্ছিল তাঁর সাদা কুর্তা। কিন্তু অভিনেতাকে বিন্দুমাত্রও ভয়ার্ত দেখাচ্ছিল না। অটোতে উঠে তিনি প্রশ্ন করেছিলেন হাসপাতালে যেতে কতক্ষণ লাগবে।।
Published at : 17 Jan 2025 05:24 PM (IST)
আরও দেখুন






















