এক্সপ্লোর
Amitabh Bachchan: এবার অবসর নিন অমিতাভ বচ্চন, কেন একথা বললেন সেলিম খান?
অমিতাভ বচ্চন, সেলিম খান
1/7

সত্তরের দশক থেকে একুশের দশক, বলিউডের স্তম্ভ তিনি। তা সে দীর্ঘাবয়ব হোক, কিংবা কেরিয়ারের সফলতায়, জনপ্রিয়তায়। সোমবারই ৭৯ তম জন্মদিন উদযাপিত হয়েছে অমিতাভ বচ্চনের। আজও বড়পর্দা থেকে ছোটপর্দায় তিনিই সেই মধ্যমণি। তবে এবার তাঁর অবসর নেওয়া উচিত এমনটাই মনে করছেন সেলিম খান।
2/7

সেলিম খান, সম্পর্কে তিনি বলিউডের 'ভাইজান' সলমন খানের বাবা। অমিতাভ বচ্চনের সঙ্গে প্রায় ১০টি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তিনি। একটি নিউজ পোর্টালে সাক্ষাৎকারের সময় সেলিম জানিয়েছেন যে মেগাস্টারের এখন অবসর নেওয়া উচিত। প্রফেশনাল ব্যস্ততা ছেড়ে বরং এবার ইচ্ছানুযায়ী জীবনযাপন করুন বিগ-বি।
Published at : 12 Oct 2021 04:17 PM (IST)
আরও দেখুন






















