এক্সপ্লোর
Entertainment:সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে কি আসছেন শাহিদ-মীরা?
Shahid Kapoor And Mira Rajput:বিয়ে করছেন সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আদবানি, গত কয়েক সপ্তাহ ধরে বলিউডে জোর গুঞ্জন এটাই। এবার তাতে নয়া সংযোজন। কবে, কোথায় ও কখন এই অনুষ্ঠান তা নিয়ে মুখ খোলেননি তারকা।
সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে কি আসছেন শাহিদ-মীরা?
1/8

বিয়ে করছেন সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আদবানি, গত কয়েক সপ্তাহ ধরে বলিউডে জোর গুঞ্জন এটাই। এবার তাতে নয়া সংযোজন।
2/8

কবে, কোথায় ও কখন এই অনুষ্ঠান তা নিয়ে মুখ খোলেননি দুই তারকা। তবে শোনা যাচ্ছে রাজস্থানে বিয়ে করবেন তাঁরা।
3/8

আমন্ত্রিতের তালিকা খুব ছোট, তবে শোনা যাচ্ছে তাতে থাকতে পারেন শাহিদ কাপুর ও মীরা রাজপুতও।
4/8

'কবীর সিংহ' ছবিতে কিয়ারা-শাহিদের যুগলবন্দি দারুণ জনপ্রিয় হয়েছিল। এমনকি তাঁদের 'অফ স্ক্রিন' বন্ধুত্বও যে বেশ জমাটি, সেটি ধরা পড়ে 'কফি উইথ কর্ণ'।
5/8

শোনা যাচ্ছে, প্রিয় সহ-অভিনেত্রীর বিয়েতে হয়তো তাই মীরাকে নিয়েই পৌঁছে যেতে পারেন শাহিদ।
6/8

এমনিতে তুমুল ব্যস্ততার মধ্য়েও স্ত্রী ও পরিবারকেও যথেষ্ট সময় দেন শাহিদ। তার ছবিও ভুরি ভুরি রয়েছে সোশ্যাল মিডিয়ায়।
7/8

সূত্রের খবর, সম্ভবত বরুণ ধাওয়ান, কর্ণ জোহরের মতো একাধিক তারকাও উপস্থিত থাকবেন সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে।
8/8

এদিকে হালেই ওটিটি সিরিজের শ্যুটিং শেষ করেছেন সিদ্ধার্থও। এখন কি তবে কিছুটা অবসর? কী করবেন সেই সময়ে? তুঙ্গে জল্পনা। (ছবি:MIRA RAJPUT INSTAGRAM, SHAHID KAPOOR INSTAGRAM, KIARA ADVANI INSTAGRAM, SIDHARTH MALHOTRA INSTRAGRAM)
Published at : 02 Feb 2023 03:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























