SBI Kolkata : প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সুবিধা,হলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশন নেত্রালয়কে অ্যাম্বুলেন্স দান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতা সার্কেলের
ABP Ananda LIVE : প্রত্যন্ত অঞ্চলে উপযুক্ত রোগী পরিবহনের অভাব। সেই সঙ্গে দুর্বল সড়ক যোগাযোগ। এই সমস্যা প্রায়ই উঠে আসে। দরিদ্রদের প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা দিতে একটি সেবা মূলক উদ্যোগ নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতা সার্কেল। হলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশন নেত্রালয়কে (চক্ষু হাসপাতাল ও গবেষণা কেন্দ্র) কে দেওয়া হল একটি অ্যাম্বুলেন্স। প্রত্যন্ত গ্রামের মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা সুবিধা পৌঁছে দিতেই এই উদ্যোগ। অ্যাম্বুলেন্সটির যাত্রার সূচনা করেন জেনারেল ম্যানেজার সনাতন মিশ্র। ছিলেন রিজিওনাল ম্যানেজার বিস্ময় কিশোর এবং অন্যান্যরা। অনুষ্ঠানে নিজে উপস্থিত ছিলেন হলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশনের স্বামী বিবেকাত্মানন্দ মহারাজ |
আরও খবর...
'পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে জয় সুনিশ্চিত করতেই হবে', এ রাজ্যের বিজেপি নেতাদের নির্দেশ প্রধানমন্ত্রীর!
বঙ্গজয়ের হুঙ্কারের পর এবার রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'SIR-এ আপস নয়, লড়াই করে জিততে হবে বাংলা', দিল্লিতে বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর।
বাংলার বিজেপি সাংসদদের নরেন্দ্র মোদি বলেন, 'কঠিন পরিশ্রম করে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে জয় সুনিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিজেপি লড়াই জারি রাখতে হবে।' বৈঠকে বিজেপি সাংসদদের উদ্দেশে তিনি বলেন, 'SIR শুদ্ধিকরণ প্রক্রিয়া, এই প্রক্রিয়া থামবে না, শেষ হবেই। কেন্দ্রীয় প্রকল্পে লাভবানদের সঙ্গে লাগাতার সম্পর্কে থাকুন। সোশাল মিডিয়ার মাধ্যমে কেন্দ্রের কাজ মানুষের কাছে পৌঁছে দিতে হবে'।




















