এক্সপ্লোর
Soham-Sholanki: জন্মদিনে 'সম্পর্কের নামকরণ' করলেন সোহম-শোলাঙ্কি!
Sholanki Roy on Soham Majumdar Birthday: বাঙালি এই অভিনেতা বেশ কয়েক বছর ধরেই চুটিয়ে কাজ করছেন বলিউডে। কাজ করে ফেলেছেন প্রথম সারির অনেক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেই। আজ জন্মদিন অভিনেতা সোহমের

সম্পর্কের জল্পনায় সিলমোহর? জন্মদিনে কাছাকাছি সোহম-শোলাঙ্কি
1/10

তাঁদের সম্পর্কের জল্পনায় সরগরম টলিউড। কান পাতলেই শোনা যায়, একে অপরের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন তাঁরা। জল্পনা বা সত্যি.. যাই থাকুক না কেন.. জন্মদিনের শুভেচ্ছা জানাতে তো আর বাধা নেই।
2/10

সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করে বার্থডে বয় (Birthday Boy) সোহম মজুমদারকে (Soham Majumdar)-কে শুভেচ্ছাবার্তা জানালেন অভিনেত্রী শোলাঙ্কি রায় (Sholanki Roy)।
3/10

বাঙালি এই অভিনেতা বেশ কয়েক বছর ধরেই চুটিয়ে কাজ করছেন বলিউডে। কাজ করে ফেলেছেন প্রথম সারির অনেক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেই। আজ জন্মদিন অভিনেতা সোহমের, আর তাঁকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন 'বন্ধু' শোলাঙ্কি।
4/10

অভিনেত্রী লিখছেন, 'আজকের দিনটার জন্য অনেক অনেক শুভেচ্ছা। চিরকাল নিজের মধ্যের এই শিশুটাকে বাঁচিয়ে রেখো। এইরকমই বোকামি করে যাও আর যেমন দয়ালু ছিলে, তেমনই থেকো। জন্মদিনে সেই 'পিসেমশাই'-এর কথা আর বলছি না সেটা আসলে তুমি। জন্মদিনে অনেক ভালবাসা আর শুভেচ্ছা'।
5/10

শোলাঙ্কির এই শুভেচ্ছাবার্তায় মজা করেই বার্থডে বয় সোহম মন্তব্য করেছেন, 'তুমি আমার ভিতরে থাকা পিসেমশাইয়ের মাসিমা।'
6/10

সামনেই মুক্তি পাবে সোহমের নতুন ছবি, 'দুকান' (Dukaan)। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে, মোনালি ঠাকুর (Monali Thakur)-কে।
7/10

সময়ের সঙ্গে সঙ্গে সারোগেসি (Surrogacy)-র সঙ্গে পরিচিত হচ্ছে এই সমাজ। তবে সমাজ বলতে অত্যুক্তি হবে, বলা ভাল আধুনিক সমাজ। তবে যে সমাজ 'সারোগেসি' পদ্ধতির সঙ্গে পরিচিত কেবল, আবেগের সঙ্গে নয়? তাঁদের কাছে শুধুই কি এ এক ব্যবসা? একটা 'দুকান'?
8/10

এই গল্পই বলতে আসছে নতুন বলিউড ছবি, 'দুকান'। পরিচালনায় সিদ্ধার্থ-গরিমা। সোহম ও মোনালি ছাড়াও এই ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে মণিকা পানওয়ার, সিকন্দর খের, হিমানি শিভপুরী, গীতিকা ত্যাগী।
9/10

অন্যদিকে, সদ্য একটি সাক্ষাৎকারে শোলাঙ্কি জানিয়েছিলেন, তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে তাঁর আগে থেকেই গুঞ্জন ছিল সোহম ও শোলাঙ্কির সম্পর্ক নিয়ে। এ নিয়ে কখনও সরাসরি মুখ খোলেননি তাঁরা।
10/10

এই প্রথম সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করে নিলেন শোলাঙ্কি। সোহমও অবশ্য তাঁর ও শোলাঙ্কির অন্তত বন্ধুত্বে লুকবার চেষ্টা করেননি। সোশ্যাল মিডিয়ায় দিব্যি মজার মন্তব্য করেছেন তিনিও।
Published at : 04 Apr 2024 12:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
