এক্সপ্লোর
Sidharth Shukla Birthday: মডেল থেকে অভিনেতা থেকে সঞ্চালক, জন্মদিনে ফিরে দেখা সিদ্ধার্থ শুক্লকে

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/10

সিদ্ধার্থ শুক্ল যেন এক অঙ্গে নানা রূপ। তিনি হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা, একজন সঞ্চালক ও মডেল ছিলেন। অভিনয় করেছিলেন ছবি ও ওয়েব সিরিজেও।
2/10

২০০৮ সালে 'বাবুল কা আঙ্গন ছুটে না' ধারাবাহিক দিয়ে অভিনয়ের পথ চলা শুরু।
3/10

পরবর্তীকালে ২০১২ সালে জনপ্রিয় ধারাবাহিক 'বালিকা বধূ'-তে তাঁকে অভিনয় করতে দেখা যায়। এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।
4/10

২০১৩ সালে ডান্স রিয়েলিটি শো 'ঝলক দিখলা যা'-তে অংশগ্রহণ করেন তিনি। অনেকের পছন্দের হলেও একাদশ সপ্তাহে বাদ পড়েন।
5/10

সঞ্চালকের ভূমিকায়ও তাঁকে দেখা গেছে একাধিক শোয়ে, যেমন 'সাবধান ইন্ডিয়া', 'ইন্ডিয়াস গট ট্যালেন্ট ৬', 'ইন্ডিয়াস গট ট্যালেন্ট ৭', 'বিগ বস ১৪'-এর ষোড়শ সপ্তাহে।
6/10

২০১৯ সালে 'বিগ বস ১৩'-এ অংশ নেন তিনি। সেই বছরের 'বিগ বস'-এর বিজয়ী ছিলেন সিদ্ধার্থ শুক্ল।
7/10

'বিগ বস'-এ অংশগ্রহণের সুবাদেই সিদ্ধার্থের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অভিনেত্রী শেহনাজ গিলের। গুঞ্জন শোনা যায়, তাঁদের মধ্যে সম্পর্কও তৈরি হয়েছিল।
8/10

২০২১ সালের মে মাসে মুক্তি পায় সিদ্ধার্থ শুক্ল ও সোনিয়া রাঠি অভিনীত ওয়েব সিরিজ 'ব্রোকেন বাট বিউটিফুল'-এর তৃতীয় সিজন। বরুন ধবন ও আলিয়া ভট্ট অভিনীত 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া' ছবিতেও অভিনয় করেন সিদ্ধার্থ।
9/10

একাধিক ধারাবাহিক, রিয়েলিটি শোয়ে অতিথি শিল্পী হিসেবে দেখা যায় তাঁকে। মিউজিক অ্যালবামেও কাজ করেছেন।
10/10

২ সেপ্টেম্বর ২০২১, তাঁর মৃত্যু সংবাদে হতচকিত, শোকস্তব্ধ গোটা দেশের সকল সিনেপ্রেমী। তাঁর অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেন একাধিক তারকাও।
Published at : 12 Dec 2021 08:02 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
