এক্সপ্লোর
Shreya Ghoshal Baby Shower: কোভিড পরিস্থিতি, অনলাইনেই সাধ 'মম টু বি' শ্রেয়ার
শ্রেয়া ঘোষাল
1/9

'মম টু বি' শ্রেয়া ঘোষাল। শ্রেয়াদিত্যের অপেক্ষায় শিলাদিত্য। কিন্তু কোভিড পরিস্থিতিতে কবলে পড়ে কি বাদ যাবে শ্রেয়ার সাধ?
2/9

তাও কি হয়! প্রিয় বান্ধবীর সাধের রীতিনীতি পালন করতে হাজির শ্রেয়ার গার্লস গ্যাং। মম টু বি লেখা স্যাসে পরে ল্যাপটপ স্ক্রিনের সামনে হাজির শ্রেয়াও।
3/9

ভার্চুয়াল সাধ পালন হল শ্রেয়ার। যদিও তাঁর পাতে রইল বান্ধবীদের তৈরি করে পাঠানো বিভিন্ন পদ।
4/9

শুধু কী খাবার! শ্রেয়ার জন্য উপহারও পাঠিয়েছিলেন সবাই। ল্যাপটপের সামনে বসেই পাত পেড়ে খেলেন শ্রেয়া।
5/9

মিষ্টি সেই সব মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলেন হবু বাবা শিলাদিত্য।
6/9

মাতৃত্ব তারিয়ে তারিয়ে উপভোগ করছেন শ্রেয়া। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করেছিলেন তিনি।
7/9

খাবার থালার ছবিও শেয়ার করেছিলেন শ্রেয়া। পাঁচ ভাজা থেকে শুরু করে মাছ, মাংস, পায়েস.. কী নেই সেখানে!
8/9

খাবার সঙ্গে সঙ্গে শ্রেয়ার জন্য এল বিশেষ সব উপহারও। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লকডাউন নিয়ে আক্ষেপ শোনা গেল শ্রেয়ার গলায়।
9/9

কিছুদিন আগে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শ্রেয়া জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন।
Published at : 11 Apr 2021 10:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























