এক্সপ্লোর
Sneha Ullal Birthday: তুলনা হত ঐশ্বর্যর সঙ্গে, কোথায় হারিয়ে গেলেন সলমনের নায়িকা স্নেহা?
স্নেহা উল্লাল
1/10

আজ জন্মদিন বলিউড অভিনেত্রী স্নেহা উল্লালের। বি টাউনে তাঁর আত্মপ্রকাশ হয়েছিল সলমন খানের বিপরীতে 'লাকি- নো টাইম ফর লভ' ছবি দিয়ে।
2/10

প্রথম যখন দর্শক দেখেন স্নেহাকে, তাঁকে তুলনা করা হতে থাকে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে। ঐশ্বর্যর সঙ্গে দেখায় অনেকটা মিল রয়েছে তাঁর।
3/10

কিন্তু ঐশ্বর্য রাইয়ের মতো দেখতে হলেই যে তার প্রভাব কেরিয়ারে পড়বে না, তা টের পাওয়া যায় পরেই। বি টাউনে খুব একটা সফল কেরিয়ার গড়তে পারেননি স্নেহা।
4/10

শুধু সলমন খানের বিপরীতেই নয়, স্নেহা উল্লালকে দেখা যায় সোহেল খানের বিপরীতেও ছবি করতে। সোহেলের বিপরীতে তিনি অভিনয় করেন 'আরিয়ান' ছবিতে।
5/10

পরবর্তীকালে অভিনয় করতে শুরু করেন দক্ষিণী ছবিতে। এর পাশাপাশি ইংরেজি এবং বাংলা ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।
6/10

স্নেহা উল্লাল সম্পূর্ণভাবে নিরামিশাষী। সাধারণ মানুষকেও তিনি উদ্বুদ্ধ করেন দুগ্ধজাত খাবার এবং মাংস খাওয়া ছেড়ে দেওয়ার জন্য।
7/10

পশুপাখীদের জন্য একটি হাসপাতাল গড়ার স্বপ্ন রয়েছে স্নেহা উল্লালের। একবার রাস্তার ধার থেকে একটি মুরগিকে উদ্ধার করেন তিনি। তার চিকিৎসা করান। মুরগিটি বেঁচে থাকে পরবর্তী ২ বছর।
8/10

একসময়ে অটোইমিউন ডিসঅর্ডারে ভুগতে থাকেন স্নেহা। যা তাঁর শরীর দুর্বল করে দিতে থাকে। তাই বিনোদন জগত থেকে ৪ বছরের বিরতি নেন তিনি।
9/10

বলিউডে খুব বেশি ছবিতে অভিনয় করতে দেখা যায় না স্নেহা উল্লালকে। আশা জাগিয়েও কার্যত হারিয়ে গিয়েছেন তিনি।
10/10

বলিউড অভিনেত্রী স্নেহা উল্লালকে জন্মদিনের শুভেচ্ছা।
Published at : 18 Dec 2022 07:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























