এক্সপ্লোর
'Haar Mana Haar': ছক ভাঙা ভালবাসার গল্প নিয়ে আসছেন সোহম-পায়েল-আয়ুষী, হয়ে গেল ট্রেলার লঞ্চ
Trailer: মুখ্য ভূমিকায় সোহম চক্রবর্তী, আয়ুষী তালুকদার, পায়েল সরকার, সুদীপ্তা চক্রবর্তী, শিশুশিল্পী সিলভিয়া দে। ছকে বাঁধা প্রেম কাহিনি নয়, তবে ভালবাসায় মোড়া ছবিই তৈরি হয়েছে তা ট্রেলার থেকেই স্পষ্ট।
প্রকাশ্যে 'হার মানা হার' ট্রেলার
1/10

প্রকাশ্যে এসেছে রাজা চন্দের নতুন ছবি 'হার মানা হার'-এর ট্রেলার। লঞ্চ অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট।
2/10

অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। পরিচালকের সঙ্গেই ছিলেন সোহম চক্রবর্তী, পায়েল সরকার, আয়ুষী তালুকদার, সুদীপ্তা চক্রবর্তী, সিলভিয়া দে।
Published at : 27 Aug 2022 04:25 PM (IST)
আরও দেখুন






















