এক্সপ্লোর
Ruhaanika Dhawan: কালকের শিশুশিল্পী আজ বিলাসবহুল ফ্ল্যাটের মালকিন, মাত্র ১৫ বছর বয়সে অসাধ্যসাধন সিরিয়াল অভিনেত্রীর
TMC Actress Buys Home: এখনও প্রাপ্তবয়স্ক হননি সংখ্যার নিরিখে। তার আগেই স্বপ্ন ছুঁয়ে ফেললেন সিরিয়াল অভিনেত্রী। জানুন বিশদ।

ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
1/10

পায়ের নিচে জমি খুঁজে পেতেই কেটে যায় গোটা জীবন। কিন্তু মায়ানগরীর বুকে মাত্র ১৫ বছর বয়সে নিজের আস্তানা গড়ে উদাহরণ তৈরি করলেন টেলিভিশন অভিনেত্রী।
2/10

‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’ সিরিয়ালে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পান রুহানিকা ধওয়ান। সিরিয়ালে তিনি শিশুশিল্পীর ভূমিকায় ছিলেন।
3/10

তার পরেও একাধিক কাজ করেছেন রুহানিকা। পাশাপাশি চালিয়ে গিয়েছেন পড়াশোনাও। ইদানীং সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি।
4/10

সোশ্যাল মিডিয়াতেই সম্প্রতি স্বপ্নপূরণের কথা জানান রুহানিকা। অনুরাগীদের জানান, মাত্র ১৫ বছর বয়সে নিজের টাকায় মাথার উপর ছাদ তৈরি করতে পেরেছেন তিনি।
5/10

বিলাসবহুল, নতুন ফ্ল্যাটে প্রবেশও করে গিয়েছেন রুহানিকা। গৃহপ্রবেশের একাধিক ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি যদি ১৫ বছর বয়সে এই কাজ করে দেখাতে পারেন, বাকিরাও পারবেন বলে মত তাঁর।
6/10

১০ জানুয়ারি ইনস্টাগ্রামে গৃহপ্রবেশের একাধিক ছবি পোস্ট করেন রুহানিকা। তাতে পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে আচার-অনুষ্ঠান পালন করতে দেখা যায় তাঁকে।
7/10

রুহানিকা লেখেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ জানাই। প্রিয় মানুষদের আমার জীবনে পাঠিয়েছেন, আমার স্বপ্ন পূরণ করেছেন, বর্তমান, ভবিষ্যৎ, সহজ এবং কঠিন সময়ে পাশে থাকার জন্যও ধন্যবাদ জানাই। ঈশ্বর, গুরু, বাবা, মা এবং ধরিত্রীর সামনে মাথা নামিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করছি’।
8/10

গৃহপ্রবেশের অনুষ্ঠানে উজ্জ্বল হলদু রংয়ের ক্রপ টপ এবং প্রিন্টেট স্কার্ট পরেছিলেন রুহানিকা। গলায় চেইন এবং হাতে পাথর গেঁথে তৈরি ব্রেসলেট।
9/10

এর আগে, ১ জানুয়ারি প্রথনম ফ্ল্যাট কেনার বিষয়টি প্রকাশ করেন রুহানিকা। নিজের জন্য বাড়ি কিনতে পেরে জীবনে বড় স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়েছেন তিনি। জীবনে যে সুযোগগুলি পেয়েছেন তিনি, তা না হলে স্বপ্নকে ছুঁয়ে দেখা হত না বলেও জানান।
10/10

রুহানিকার মা জানিয়েছেন, কাজটি মোটেই সহজ ছিল না। দীর্ঘ আট বছর ধরে টাকা জমাচ্ছিলেন রুহানিকা। শুধুমাত্র সিরিয়ালে অভিনয় করেই রুহানিকা রাতারাতি কোটিপতি হননি বলেও জানান।
Published at : 11 Jan 2023 12:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
