এক্সপ্লোর
New Bengali Serial: ছোটপর্দায় নতুন জুটি, সংসার সামলেও এক দশভূজার গল্প বলতে আসছে 'জগদ্ধাত্রী'
New Bengali Serial: ব্লুজ প্রোডাকশনের ব্যানারে নতুন এই ধারাবাহিকের পরিচালনা করছেন স্নেহাশীষ চক্রবর্তী । আগামী ২৯ তারিখ থেকে এই ধারাবাহিকের প্রচার শুরু হবে ।
ছোটপর্দায় নতুন জুটি, সংসার সামলেও এক দশভূজার গল্প বলতে আসছে 'জগদ্ধাত্রী'
1/9

এ যেন সেই ছোটবেলায় দেখা শক্তিমানের গল্প । কিন্তু কাল্পনিক নয়, এই গল্পে বাস্তবের ছোঁয়া রয়েছে । ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ধারাবাহিক উমা । আর এবার সেই স্লটেই একটি প্রথম সারির চ্যানেলে আসতে চলেছে নতুন ধারাবাহিক জগদ্ধাত্রী ।
2/9

ব্লুজ প্রোডাকশনের ব্যানারে নতুন এই ধারাবাহিকের পরিচালনা করছেন স্নেহাশীষ চক্রবর্তী । আগামী ২৯ তারিখ থেকে এই ধারাবাহিকের প্রচার শুরু হবে
3/9

ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। তাঁর বিপরীতে দেখা যাবে সৌম্যদীপ মুখোপাধ্যায়কে । ধারাবাহিকে তাঁর নাম সয়ম্ভু । জগদ্ধাত্রীর বিশেষ বন্ধু সে ।
4/9

ধারাবাহিকের প্রেক্ষাপট কিছুটা এমন.. আর পাঁচটা মেয়ের মতোই খুব সাদামাটা একটা মেয়ে এই জগদ্ধাত্রী। সৎ মা, সৎ বোন আর ঠাকুমাকে নিয়েই তার সংসার। কিন্তু সেখানেও জগদ্ধাত্রী ভীষণ একা।
5/9

সংসারের যাবতীয় কাজ করা সত্ত্বেও তার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সৎ মা। একমাত্র ঠাকুমা ছাড়া কেউই তাকে পছন্দ করে না। এই ঠাকুমাই আগলে রাখে জগদ্ধাত্রীকে । সংসারের সব কাজ সামলে একটি মুক ও বধির মেয়েদের এনজিওতে কাজ করে জগদ্ধাত্রী ।
6/9

এরপর গল্পের মোড় ঘোরানো অধ্যায় । এমন করে যেতে যেতেই আচমকা ঘটে যায় একটা ঘটনা। একদিন এনজিওর মেয়েদের নিয়ে মেলায় ঘুরতে যায় জগদ্ধাত্রী । কিন্তু সেখান থেকে ফেরার সময় গুণ্ডাদের খপ্পরে পড়ে জগদ্ধাত্রীরা ।
7/9

পরিস্থিতি এমনই হয়, যে পুলিশও এসেও কার্যত পরিস্থিতিকে সামাল দিতে হিমশিম খায়। সেখান থেকেই প্রকাশ পায় জগদ্ধাত্রীর অন্য রূপ । সাদমাটা জীবন যাপন করলেও জগদ্ধাত্রীর আসল পরিচয় একজন সরকারি উচ্চপদস্থ গোয়েন্দার।
8/9

সেই পরিস্থিতি থেকে মেয়েদের উদ্ধার করে সে। জগদ্ধাত্রীর কোড নাম এ এস । কিন্তু পেশার তাগিদেই নিজের পরিচয় প্রকাশ করতে চায় না এই জগদ্ধাত্রী ।
9/9

চিরাচরিত ধারাবাহিক থেকে অন্য স্বাদের গল্প নিয়েই শুরু হচ্ছে এই ধারাবাহিক । তবে রহস্য সমাধানের পাশাপাশি ধারাবাহিকে থাকবে প্রেমের ছোঁয়াও । প্রথমবার জুটি বাঁধছেন সৌম্যদীপ ও অঙ্কিতা । ধারাবাহিকের গল্পে এই সয়ম্ভু জগদ্ধাত্রীর বিশেষ বন্ধু ।
Published at : 25 Aug 2022 05:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























