এক্সপ্লোর
Bangla Serial Update: পরমার ষড়যন্ত্রের পাল্টা দাওয়াই, অগ্নির বেশে ভোলাকে নিয়ে হাজির তুলসি, তারপর?
Bangla Serial Update: মাথায় সিঁদুর নিয়ে, 'অগ্নি'র সঙ্গে রায় বর্মনদের বাড়িতে পুনরায় প্রবেশ করে তুলসি। অগ্নি বেঁচে আছে? হতভম্ব বাড়ির সকলে। কী হবে এরপর?

ফেরারি মন
1/10

একের পর এক নয়া মোড় কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ। অগ্নি রূপে ভোলা হাত মিলিয়েছে তুলসির সঙ্গে। একসঙ্গে এবার তারা নতুন কোন খেলা খেলল? সাফল্য আসবে?
2/10

কথায় বলে 'ওস্তাদের মার শেষ রাতে'! সেই পথে হেঁটেই এবার নিজের তুরুপের তাস সামনে এগিয়ে দিল তুলসি, তা হল অগ্নির বেশে ভোলা।
3/10

তুলসিকে নতুন ফাঁদে ফেলার উদ্দেশ্যে পরমা এবং নিখিলের আবার এক নতুন ষড়যন্ত্র আঁটে। এবার তারা সকল মাত্রা ছাড়িয়ে তুলসির চরিত্র নিয়ে প্রশ্ন তোলে।
4/10

তার জন্মদিনের দিন, পরমা আর নিখিল অভিযোগ জানায় যে গোপনে ওমের সঙ্গে তুলসির একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে।
5/10

এই কথা শুনে রায় বর্মন পরিবারের সকলে তুলসিকে ভুল বোঝে, তারাও তুলসির চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। এই খবর সহ্য করতে না পেরে, হৃষিকেশ রায় বর্মন হৃদরোগে আক্রান্ত হন।
6/10

তুলসিকে অবশেষে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। নিজেদের উদ্দেশ্য সফল হওয়ায়, পরমা আর নিখিল চরম আনন্দে মজে থাকে।
7/10

তুলসি ছিল তাদের পথের সবচেয়ে বড়ো কাঁটা। এখন, রায় বর্মনদের গোটা সম্পত্তি দখল করতে আর কোনও বাধা রইল না।
8/10

কিন্তু ভুললে চলবে না, তুলসি একেবারেই দমে যাওয়ার মেয়ে নয়। নিজের বুদ্ধি খাটিয়ে এবার সে খেলে তার তুরুপের তাস - অগ্নির বেশে ভোলা।
9/10

মাথায় সিঁদুর নিয়ে, অগ্নির ছদ্মবেশে ভোলার সঙ্গে রায় বর্মনদের বাড়িতে পুনরায় প্রবেশ করে তুলসি। অগ্নি বেঁচে আছে? অগ্নি রূপে ভোলাকে দেখে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে হতভম্ব হয়ে যায় পরমাও।
10/10

তারপর? তাহলে কি তুলসি এবার ভোলার সাহায্যে অগ্নির মৃত্যু রহস্যের কিনারা করতে পারবে? এরপর কী হবে তা জানতে হলে দর্শকদের অবশ্যই চোখ রাখতে হবে ‘ফেরারি মন’ ধারাবাহিকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায়, কালার্স বাংলা ও জিও সিনেমায়।
Published at : 31 May 2024 05:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
