এক্সপ্লোর
'Sohag Chand': ৬ বছর পর মুখোমুখি... কিন্তু হঠাৎই সোহাগ ও চাঁদের মাঝে তৃতীয় ব্যক্তির আগমন!
Bangla Serial Update: নতুন বন্ধু পেয়েছে চরকি। তার সঙ্গেই তো মা সোহাগকে দেখা করাতে চায় সে। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস, যে হঠাৎই এবার মুখোমুখি হতে চলেছে চাঁদ আর সোহাগ! তারপর?

সোহাগ চাঁদ
1/10

'সোহাগ চাঁদ' ধারাবাহিকে প্রায় বছর ৬ পর ফের মুখোমুখি হতে চলেছে সোহাগ ও চাঁদ। কীভাবে?
2/10

না জেনেই নিজের নতুন বন্ধুর সঙ্গে মায়ের আলাপ করাতে মরিয়া চরকি। এদিকে তাঁর বন্ধু যে চাঁদ, তা জানে না সোহাগ।
3/10

নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে, খুদে বন্ধুর মায়ের সঙ্গে দেখা করতে হাজির চাঁদ। বন্ধুকে দেখে উচ্ছ্বসিত চরকি মাকে তাড়া দেয়।
4/10

যানজটে ভরা রাস্তায় বন্ধুকে দেখে মায়ের হাত ধরে টানলে বেসামাল হয়ে যায় সোহাগ। তাঁর কাঁধ থেকে ব্যাগটি পড়ে যায় এবং সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
5/10

এদিকে গাড়ি থেকে নেমেই সোহাগকে দেখতে পায় চাঁদ। হতভম্ব হয়ে যায় সে যে ৬ বছর আগে হঠাৎ চলে যাওয়া সোহাগকে দেখে!
6/10

কিন্তু এরই মাঝে সোহাগের চোখের সামনে চলে আসে তার নিজের বন্ধু। পুরনো বন্ধুকে হঠাৎ দেখতে পেয়ে আনন্দে আত্মহারা চরকির মা। সদ্যই সে ফিরেছে আমেরিকা থেকে।
7/10

কিন্তু চরকি কাকে 'বন্ধু' বলে ডাকল? রাস্তার মাঝখান দিয়ে একটা বড় আয়না নিয়ে যাওয়ার দরুণ মেয়ের বন্ধুর মুখটাই ঠিক করে দেখতে পায় না সোহাগ।
8/10

এদিকে বহুদিন পর দেখা হওয়া দুই বন্ধুর মুখে হাসি দূর থেকে দেখে মন ভেঙে চুরমার হয়ে যায় চাঁদের।
9/10

কে সোহাগের জীবনের এই নতুন মানুষটি? সোহাগ কি সত্যি নিজের জীবনে অনেকটা এগিয়ে গেল?
10/10

হাজারো প্রশ্ন চাঁদের মনে। তেমনই অজস্র প্রশ্ন দর্শকের মনেও। কী হবে তাদের ভবিষ্যৎ? এই নতুন চরিত্র কীভাবে প্রভাব ফেলবে ধারাবাহিকের গল্পে তা অবশ্য সময় বলবে। নজর রাখতে হবে কালার্স বাংলার 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে।
Published at : 20 Jun 2024 10:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
