এক্সপ্লোর
Govinda Naam Mera: মুক্তির অপেক্ষায় 'গোবিন্দা নাম মেরা', প্রচারে ব্যস্ত ভিকি-কিয়ারা
Promotions: কমেডি ঘরানার ছবি 'গোবিন্দা নাম মেরা'য় মূল ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশল, কিয়ারা আডবাণী ও ভূমি পেডনেকরকে। এর আগে ছবির ট্রেলার এসেছে প্রকাশ্যে।

আসছে 'গোবিন্দা নাম মেরা'
1/10

আগামী শুক্রবার, ১৬ ডিসেম্বর দর্শকদের মন মাতাতে আসছেন ভিকি কৌশল, ভূমি পেডনেকর ও কিয়ারা আডবাণী।
2/10

মুক্তি পাচ্ছে 'গোবিন্দা নাম মেরা'। ছবির প্রচার চলছে জোরকদমে।
3/10

মঙ্গলবার ছবির প্রচারে বেরিয়ে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন কিয়ারা ও ভিকি।
4/10

ফ্রেমবন্দি হলেন ছবির পরিচালক শশাঙ্ক খৈতানও।
5/10

'লাস্ট স্টোরিজ'-এর পর ফের এই ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে কিয়ারা আডবাণী ও ভিকি কৌশলকে।
6/10

ছবিতে ভিকির প্রেমিকার ভূমিকায় কিয়ারা ও স্ত্রীয়ের চরিত্রে ভূমি।
7/10

দিন কয়েক আগে মুক্তি পেয়েছে ছবির গান 'বিজলি' যা দর্শকদের মন ছুঁয়েছে।
8/10

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গানের মিউজিক ভিডিও শেয়ার করে ভিকি লেখেন, 'মরসুমের সবচেয়ে বিদ্যুৎ তাড়িত গানের সুরে ভেসে যাওয়ার সময় এসেছে। মুক্তি পেয়েছে 'বিজলি'।'
9/10

এই গানে কণ্ঠ দিয়েছেন মিকা সিংহ ও নেহা কক্কর। বায়ুর কলমে এই গানের সুর করেছেন সচিন-জিগর।
10/10

প্রেম ও বঞ্চনার প্যাঁচে জর্জরিত তিন তারকা 'মশালা মুভি' হতে চলেছে এই ছবি তা ট্রেলার থেকেই স্পষ্ট।
Published at : 13 Dec 2022 09:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
