এক্সপ্লোর
Rudrajit-Promita: দীর্ঘদিন দেখা নেই ছোটপর্দায়, হারিয়েই গেল রুদ্রজিৎ-প্রমিতা জুটি?
Rudrajit and Promita News: দীর্ঘদিন ছোটপর্দা থেকে রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajit Mukherjee) ও প্রমিতা চক্রবর্তী (Promita Chakrabartty)। এখন কোথায়? কেমন আছেন তাঁরা?

সোশ্যাল মিডিয়ায় ছবির ছড়াছড়ি, কিন্তু পর্দা থেকে কেন দূরে রুদ্রজিৎ প্রমিতা?
1/10

ছোটপর্দার জনপ্রিয় জুটি তাঁরা, ধারাবাহিকে অভিনয় দিয়েই শুরু হয়েছিল তাঁদের। তারপরে বিয়ে।
2/10

কিন্তু দীর্ঘদিন ছোটপর্দা থেকে রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajit Mukherjee) ও প্রমিতা চক্রবর্তী (Promita Chakrabartty)। এখন কোথায়? কেমন আছেন তাঁরা?
3/10

শেষবার রুদ্রজিৎ আর প্রমিতাকে দেখা গিয়েছিল 'পিলু' ধারাবাহিকে, জুটি হিসেবে। কিন্তু তা খুব বেশিদিনের জন্য নয়। এরপরে বন্ধ হয়ে যায় সেই ধারাবাহিক।
4/10

এরপরে অবশ্য আর ছোটপর্দায় দেখা যায়নি রুদ্রজিৎ-প্রমিতাকে। যদিও এর মধ্যেই বড়পর্দায় ডেবিউ করেছিলেন রুদ্রজিৎ। 'মিনি' ছবিতে একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
5/10

কিন্তু প্রমিতা? দীর্ঘদিনই ছোটপর্দা থেকে দূরে নায়িকা। গ্ল্যামার দুনিয়া থেকে দূরে কেমন কাটছে নায়ক-নায়িকার জীবন? কেমন আছেন রুদ্রজিৎ-প্রমিতা।
6/10

ছোটপর্দা থেকে দূরে থাকলেও 'রুমিতা' জুটিকে কিন্তু মোটেই মিস করেন না অনুরাগীরা। কারণ রুদ্রজিৎ আর প্রমিতা মিলে একটি ইউটিউব চ্যানেলে খুলেছেন। সেখানে রোজ আপলোড করতে থাকেন ভিডিও।
7/10

সদ্য ২ লাখ পেরিয়েছে রুদ্রজিৎ ও প্রমিতার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার। কেক কেটে, পরিবারকে নিয়ে তার উদযাপনও করেছিলেন তাঁরা। ছবি শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।
8/10

বর্তমানে কলকাতার একটি ফ্ল্যাটে একসঙ্গেই থাকেন রুদ্রজিৎ-প্রমিতা। তাঁদের আইনি বিয়ে হয়ে গিয়েছে। তবে এখনও সামাজিক বিবাহ করেননি তাঁরা। রুদ্রজিৎ ও প্রমিতার সঙ্গে থাকেন রুদ্রজিতের মা। রুদ্রজিতের বাবা প্রয়াত হয়েছেন।
9/10

সোশ্যাল মিডিয়ায় এখন নিয়মিত ব্লগ আপলোড করেন রুদ্রজিৎ ও প্রমিতা। বাড়ির রান্না থেকে শুরু করে ট্রাভেল ব্লগ, নিজেদের কথা.. সমস্তই থাকে রুদ্রজিৎ আর প্রমিতার ভ্লগে।
10/10

ছোটপর্দায় ফেরার অপেক্ষায় রয়েছেন রুদ্রজিৎ-প্রমিতা। অপেক্ষা করতেন সঠিক সময় ও সুযোগের। দুজনেই ছোটপর্দায় কাজ করতে চান, একসঙ্গে বা আলাদা।
Published at : 02 Aug 2024 10:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
