এক্সপ্লোর
Year Ender 2021: কেউ জেল খাটলেন, মামলা হল কারও নামে, ২০২১ বিতর্ক মাথায় নিয়ে কাটল যাঁদের
বিতর্কেই ২০২১ কাটল যাঁদের।
1/10

বলিউড এবং বিতর্ক, এক নৌকায় দুই সওয়ারি। তবে ২০২১ আগের সব হিসেব ছাপিয়ে যাবে। আরিয়ান খান থেকে কঙ্গনা রানাউত এবং বছর শেষ হতে হতে জ্যাকলিন ফার্নান্ডেজ, সেরার দৌড়ে পিছিয়ে নেই কেউ।
2/10

বিতর্ক এবং তিনি, পরস্পরের সমার্থক। এ বছরও পিছিয়ে ছিলেন না কঙ্গনা রানাউত। কৃষকদের ‘খালিস্তানি’ বলা হোক বা বিবাহ বিচ্ছেদ নিয়ে আমির খানকে কটাক্ষ অথবা হৃতিক অধ্যায়কে নতুন করে খুঁচিয়ে তোলা, কিছুই বাদ দেননি।
Published at : 26 Dec 2021 11:14 PM (IST)
আরও দেখুন






















