এক্সপ্লোর
Year Ender 2021: কেউ জেল খাটলেন, মামলা হল কারও নামে, ২০২১ বিতর্ক মাথায় নিয়ে কাটল যাঁদের

বিতর্কেই ২০২১ কাটল যাঁদের।
1/10

বলিউড এবং বিতর্ক, এক নৌকায় দুই সওয়ারি। তবে ২০২১ আগের সব হিসেব ছাপিয়ে যাবে। আরিয়ান খান থেকে কঙ্গনা রানাউত এবং বছর শেষ হতে হতে জ্যাকলিন ফার্নান্ডেজ, সেরার দৌড়ে পিছিয়ে নেই কেউ।
2/10

বিতর্ক এবং তিনি, পরস্পরের সমার্থক। এ বছরও পিছিয়ে ছিলেন না কঙ্গনা রানাউত। কৃষকদের ‘খালিস্তানি’ বলা হোক বা বিবাহ বিচ্ছেদ নিয়ে আমির খানকে কটাক্ষ অথবা হৃতিক অধ্যায়কে নতুন করে খুঁচিয়ে তোলা, কিছুই বাদ দেননি।
3/10

শাহরুখ খানের ছেলে, বহু তারকা থেকে একেবারে মাদকাসক্তের তকমা। এ বছর কম ওঠাপড়া দেখেননি আরিয়ান খান। যদিও ছেলে বাবার খ্যাতির মাসুল গুনছেন কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।
4/10

কেরিয়ারে ভাঁটা চলছিল আগে থেকেই। কিন্তু বছর শেষ হওয়ার আগে প্রতারণা মামলায় নাম জড়িয়ে গেল জ্যাকলিন ফার্নান্ডেজের। প্রায় ২০০ কোটির তছরুপ মামলায় তদন্তকারীদের চক্কর কাটছেন তিনি।
5/10

হেনস্থার শিকার হয়ে খবরে এসেছেন আগেও। এ বছর হাঁটুর বয়সি ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে কটাক্ষ শুনতে হয় মুনমুন দত্তকে। সমাজের কাছে এর থেকে বেশি প্রত্যাশা ছিল বলে মনে করেন তিনি।
6/10

কটাক্ষের চাঁচাছোলা জবাব হোক বা সরকারের সমালোচনা, কিছুতেই পিছিয়ে থাকেন না তাপসী পন্নু। বাড়িতে আয়কর হানা তারই ফলশ্রুতি বলে মনে করছেন অনেকে।
7/10

নিজের ছেলের নাম রাখবেন ‘ছোটে নবাব’, তাতেও বিতর্ক। তার উপর ওয়েবসিরিজ ‘তাণ্ডব’ নিয়ে দক্ষিণপন্থীদের রোষে পড়েন সইফ আলি খান।
8/10

বচ্চন পরিবারের সদস্য হওয়ার পর থেকেই বিতর্ক এড়িয়ে চলেন তিনি। কিন্তু পানামা কাণ্ডে গোয়েন্দাদের জেরার মুখে পড়লেন ঐশ্বর্য রাই বচ্চন। করফাঁকি দিয়ে ভুয়ো সংস্থার মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা বিনিয়োগের অভিযোগ তাঁর বিরুদ্ধে।
9/10

কোটিপতি ব্যবসায়ী, আইপিএল দলের মালিক, শিল্পা শেট্টির স্বামী, এত দিন এই রূপেই পরিচিত ছিলেন রাজ কুন্দ্রা। এ বছর তাঁর নামের পাশে নীলছবির প্রযোজক তকমা সেঁটে গিয়েছে। তার জন্য জেলের ঘানিও টানতে হয়েছে।
10/10

রিয়্যালিটি শোয়ের দৌলতে রাতারাতি অখ্যাত থেকে বিখ্যাত। পতনও সমান গতিতেই। জাতিবিদ্বেষী মন্তব্যের অভিযোগে গ্রেফতারি পরে জামিনে মুক্তি পান যুবিকা চৌধরি।
Published at : 26 Dec 2021 11:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
