ডাবের জল: চিনির পরিমাণ কম এবং সর্বাধিক পরিমাণ ইলেকট্রোলাইট থাকার কারণে ডাবের জল সবসময়ই শরীরে পক্ষে ভাল। হ্যাংওভার কাটাতে ডাবের জলের জুড়ি মেলা ভার।
2/6
গাজরের রস: গাজর এবং বিটের রসে থাকে ভিটামিন-‘এ’, ‘সি’ ও ‘ই’। একইসঙ্গে এতে থাকে আয়রন ও ক্যালসিয়ামও। চায়ের অভ্যাস বদলে গাজর ও বিটের রস খেলে নিঃসন্দেহে শরীরে তরতাজা ভাব অনুভব করবেন।
3/6
লেমোনেড: সহজভাবে বললে লেবু জল। সকালে খালি পেটে লেবু জল শরীরে মেটাবলিজম বাড়ায় এবং একই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধি করে।
4/6
অ্যালোভেরা জুস: ত্বক কোমল তো করেই একই সঙ্গে অ্যালোভেরার রস শরীরে বাড়ায় ইমিউনিটি। সকালে খালি পেটে এলোভেরা জুস স্বাস্থ্যের পক্ষে ভাল।
5/6
গ্রিন টি: পলিফেনলস, অ্যান্টিঅক্সিডেন্টস থাকার কারণে গ্রিন টি শরীরের কোষক্ষয় হ্রাস করে। আর সেকারণেই চা কিংবা কফির থেকে তুলনামূলক ভাল গ্রিন টি খাওয়া।
6/6
করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান? তাহলে সকালে চায়ের অভ্যাস ছেড়ে লেমোনেড, এলোভেরা জুস, গাজরের রস খান। চিকিৎসকরা বলছেন, এতে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিতভাবে বাড়বে।