এক্সপ্লোর
Ind vs Aus, SCG Test: সিডনিতে প্রথম ইনিংসে রানআউট ভারতের তিন ব্যাটসম্যান, ১২ বছর আগের লজ্জাজনক নজিরের পুনরাবৃত্তি
1/8

আজ ভারতীয় ইনিংসের ৯৭-তম ওভারে দলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে রানআউট হন বুমরাহ। মিচেল স্টার্কের বলে ফ্লিক করে দ্রুত ২ রান নেওয়ার চেষ্টা করেন জাডেজা। বুমরাহ নন-স্ট্রাইকার প্রান্তে ক্রিজে পৌঁছনোর আগেই ডিরেক্ট থ্রোয়ে উইকেট ভেঙে দেন লাবুশেন। ছবি সৌজন্যে এএফপি
2/8

এরপর ৯৩-তম ওভারে রানআউট হন অশ্বিন। ক্যামেরন গ্রিনের বল মিড-অফে ঠেলে দ্রুত রান নেওয়ার চেষ্টা করেন রবীন্দ্র জাডেজা। মিড-অফে সেই সময় ছিলেন প্যাট কামিন্স। তিনি বলটি ধরে দ্রুত উইকেটকিপারের দিকে পাঠিয়ে দেন। অশ্বিন ক্রিজে ঢোকার আগেই বেল ফেলে দেন মার্নাস লাবুশেন। ছবি সৌজন্যে এএফপি
Published at :
আরও দেখুন






















