আজ ভারতীয় ইনিংসের ৯৭-তম ওভারে দলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে রানআউট হন বুমরাহ। মিচেল স্টার্কের বলে ফ্লিক করে দ্রুত ২ রান নেওয়ার চেষ্টা করেন জাডেজা। বুমরাহ নন-স্ট্রাইকার প্রান্তে ক্রিজে পৌঁছনোর আগেই ডিরেক্ট থ্রোয়ে উইকেট ভেঙে দেন লাবুশেন। ছবি সৌজন্যে এএফপি
2/8
এরপর ৯৩-তম ওভারে রানআউট হন অশ্বিন। ক্যামেরন গ্রিনের বল মিড-অফে ঠেলে দ্রুত রান নেওয়ার চেষ্টা করেন রবীন্দ্র জাডেজা। মিড-অফে সেই সময় ছিলেন প্যাট কামিন্স। তিনি বলটি ধরে দ্রুত উইকেটকিপারের দিকে পাঠিয়ে দেন। অশ্বিন ক্রিজে ঢোকার আগেই বেল ফেলে দেন মার্নাস লাবুশেন। ছবি সৌজন্যে এএফপি
3/8
আজ ভারতীয় ইনিংসের ৬৮-তম ওভারে প্রথমে রানআউট হন বিহারী। তিনি নাথান লিয়নের বলে দ্রুত এক রান নেওয়ার চেষ্টা করেন। জশ হ্যাজেলউড বলটি ধরে ডিরেক্ট থ্রোয়ে উইকেট ভেঙে দেন। তখনও ক্রিজে পৌঁছতে পারেননি বিহারী। তিনি মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ছবি সৌজন্যে এএফপি
4/8
টেস্টে একই ইনিংসে ভারতীয় দলের তিনজন ব্যাটসম্যানের রানআউট হওয়ার নজিরও রয়েছে। ১৯৫৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে পেশোয়ার টেস্টে এক ইনিংসে ভারতের চারজন ব্যাটসম্যান রানআউট হন। ছবি সৌজন্যে এএফপি
5/8
ভারতীয় দলের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে সপ্তমবার একই ইনিংসে তিন বা তার বেশি ব্যাটসম্যান রানআউট হলেন। শেষবার এই ঘটনা দেখা গিয়েছিল ২০০৮ সালে মোহালি টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেবার রানআউট হন বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিংহ ও ভিভিএস লক্ষ্মণ। ছবি সৌজন্যে এএফপি
6/8
একই ইনিংসে তিনজন ব্যাটসম্যান রানআউট হওয়ার ফলে এক লজ্জাজনক নজির গড়েছে ভারতীয় দল। ছবি সৌজন্যে এএফপি
7/8
আজ ভারতীয় দলের তিনজন ব্যাটসম্যান রানআউট হয়ে যান। তাঁরা হলেন হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রীত বুমরাহ। ছবি সৌজন্যে এএফপি
8/8
আজ সিডনি টেস্টের তৃতীয় দিন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে ভারতীয় দল ২৪৪ রানে অলআউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসে ৯৪ রানে এগিয়ে থাকে অস্ট্রেলিয়া। দিনের শেষে ১৯৭ রানে এগিয়ে স্টিভ স্মিথরা। হাতে ৮ উইকেট। ফলে চাপে ভারত। ছবি সৌজন্যে এএফপি