এক্সপ্লোর
Cheteshwar Pujara Birthday Pics: ক্রিজে আরও সময় কাটাও, পূজারাকে জন্মদিনের শুভেচ্ছা কোহলির, তুমি ব্য়াট করলে বোলাররা কান্নাকাটি করে, ট্যুইট সহবাগের
1/7

পৃথ্বী শ ট্যুইট করেন, ‘আমাদের দলের দিওয়ার (প্রাচীর)-কে জন্মদিনের শুভেচ্ছা। কারও নামের মধ্যেই পূজা শব্দটা থাকলে অনুপ্রেরণার জন্য আর কাউকে দরকার হয় না।’ প্রত্যুত্তরে পূজারা লিখেছেন, ‘হাহা! ধন্যবাদ পৃথ্বী।’
2/7

সোমবার ৩৩তম জন্মদিন পালন করলেন চেতেশ্বর পূজারা। দিনভর তাঁকে নিয়ে উচ্ছ্বাসে ভাসলেন সমর্থকেরা। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সতীর্থরাও। বিরাট কোহলি ট্যুইট করেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা পূজি। সুস্থ থাকো, আনন্দে থাকো আর ক্রিজে আরও সময় কাটাও। বছরটা দুর্দান্ত কাটুক।’
Published at :
আরও দেখুন






















