এক্সপ্লোর
শিক্ষক অনুপ জালোটা, ছাত্রী জসলিন মাথুরা! নতুন ছবির ঘোষণা বিগ বস 'জুটি'-র
1/6

ছবিতে প্রথমবার র্যাপ করতেও শোনা যাবে অনুপ জালোটাকে। বিগ বস ১২-র প্রথম দিন থেকেই জসলিনের সঙ্গে সম্পর্ক নিয়ে তাঁদের ট্রোলড হতে হয়েছে এই গায়ককে। শুধু বিগ বসের ঘরের বাইরেই নয়, একে অপরের প্রতি তাঁদের অত্যধিক যত্নশীলতাও অন্যদের কটাক্ষের কারণ হয়ে উঠেছে। বাদও পড়েছেন তাঁরা সলমন খানের বিগ বস হাউস থেকে।
2/6

নতুন ছবির ঘোষণা নিজের সোশ্যাল মিডিয়ায় করেছিলেন। লিখেছিলেন, ' অবেশেষে নতুন ছবির কাজ শুরু হল। শোনা যাচ্ছে, ছবিটিতে বাস্তব জীবনে অনুপ জালোটা ও জসলিনের সম্পর্ক নিয়েই চিত্রনাট্য তৈরি করা হয়েছে। ভজন শিল্পীকে একজন শিক্ষকের চরিত্রে দেখা যাবে। জসলিন হবেন ছাত্রী। তাঁদের সম্পর্ক নিয়ে লোকেরা যা মনে করে আসছেন, সেই ধারণা মুছে ফেলতেই এই ছবি করছেন তাঁরা।
Published at :
আরও দেখুন






















