এক্সপ্লোর
সুশান্তকে কোণঠাসা করেছিলেন কর্ণ জোহর? কী বললেন পটনা থেকে আসা এই বলিউড সুপারস্টার?

1/6

শত্রুঘ্ন বলেন, সোনাক্ষীকেও তো সুযোগ দিয়েছেন কর্ণ। কিন্তু কেউ তারকা পরিবার থেকে আসা মানেই, সে ভালো অভিনয় করবে, এমনটা নয়। আবার কেউ তথাকথিত বহিরাগত মানেই সে অযোগ্য এমনও নয়। যার যা ভাগ্য, তার সঙ্গে তাই হয়। কেউ কারও কেরিয়ার তৈরি বা শেষ করে দিতে পারে না।
2/6

সুশান্তের 'আত্মহত্যা'র পিছনে অবসাদের তত্ত্ব উঠে এসেছিল প্রথম থেকেই। আর তার জন্য কর্ণর মতো প্রযোজকের দিকে অভিযোগের আঙুল উঠেছিল। নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়, কীভাবে কর্ণ তাঁর টিভি শো-তে সুশান্তকে নিয়ে বিদ্রুপ করতেন।
3/6

এই বিতর্কে সুশান্তের পাশে না দাঁড়িয়ে কর্ণের পক্ষেই কথা বলেছেন পটনা থেকে আসা আরেক বলিউড অভিনেতা - শত্রুঘ্ন সিনহা। তাঁর মতে, কর্ণ কে কারও কেরিয়ার শেষ করার? পটনা থেকে এসে তাঁকেও বলিউডে পা জমাতে বহু ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়েই যেতে হয়েছিল। কিন্তু তিনি হেরে যাননি। কর্ণ তো বরুণ-আলিয়ার মতো স্টার-কিডের পাশাপাশি অনেক নতুন পরিচালককেও সুযোগ দিয়েছেন। তাহলে কর্ণকে কেন কাঠগড়ায় তোলা হচ্ছে? প্রশ্ন তুলেছেন শত্রুঘ্ন।
4/6

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউড থেকে অনুরাগী মহলের একাংশ দাবি করছে, বলিউডে একগোষ্ঠীর একাধিপত্যের জন্যই কোণঠাসা হয়ে গিয়েছিলেন সুশান্ত। বলিউডে স্বজনপোষণের ধারাই এর জন্য দায়ী, মত বেশিরভাগেরই।
5/6

সুশান্ত মৃত্যু তদন্তে এখন মূল ফোকাস রিয়া চক্রবর্তীর দিকেই। কারণ অভিনেতার বাবার অভিযোগ পত্রে সব অভিযোগ এই অভিনেত্রীর বিরুদ্ধেই। যিনি কিনা সুশান্তের বান্ধবী ছিলেন।
6/6

অভিনেতাপর মৃত্যুর পর কর্ণ জোহর, মহেশ ভট্টের মতো একাধিক ব্যক্তিত্বের দিকে স্বজনপোষণের অভিযোগ তোলেন কঙ্গনা রানাউত। তাঁর দাবি ছিল, কর্ণ সুশান্তের কেরিয়ার খতম করে দিয়েছেন। কোণঠাসা করে দিয়েছেন। এরজন্য়ই অবসাদে ডুবে গিয়েছিলেন তিনি।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
