এক্সপ্লোর
সুশান্তকে কোণঠাসা করেছিলেন কর্ণ জোহর? কী বললেন পটনা থেকে আসা এই বলিউড সুপারস্টার?
1/6

শত্রুঘ্ন বলেন, সোনাক্ষীকেও তো সুযোগ দিয়েছেন কর্ণ। কিন্তু কেউ তারকা পরিবার থেকে আসা মানেই, সে ভালো অভিনয় করবে, এমনটা নয়। আবার কেউ তথাকথিত বহিরাগত মানেই সে অযোগ্য এমনও নয়। যার যা ভাগ্য, তার সঙ্গে তাই হয়। কেউ কারও কেরিয়ার তৈরি বা শেষ করে দিতে পারে না।
2/6

সুশান্তের 'আত্মহত্যা'র পিছনে অবসাদের তত্ত্ব উঠে এসেছিল প্রথম থেকেই। আর তার জন্য কর্ণর মতো প্রযোজকের দিকে অভিযোগের আঙুল উঠেছিল। নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়, কীভাবে কর্ণ তাঁর টিভি শো-তে সুশান্তকে নিয়ে বিদ্রুপ করতেন।
Published at :
আরও দেখুন






















