এক্সপ্লোর
Life Lessons: থাকার হলে থেকেই যেতেন প্রাক্তন, যত শীঘ্র পারেন গুছিয়ে নিন নিজেকে
Break Up Tips: নিজের জীবনের যত্ন নিজেকেই নিতে হবে। যত শীঘ্র পদক্ষেপ করবেন, ততই মঙ্গল। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

সম্পর্ক ভেঙে গেলেও, প্রাক্তনকে ভুলতে পারেন না অনেকেই। বিনিদ্র রাতে বালিশ ভিজে যায়, একটুতেই জল এসে যায় চোখে, বুকের ভিতর শূন্যতা বিরাজ করে। ছবি: পিক্সাবে।
2/10

মন-প্রাণ যাঁকে সঁপে দিয়েছিলেন, সেই মানুষের অনুপস্থিতি অনেকেই মেনে নিতে পারেন না। বার বার নিজেকে আশ্বস্ত করলেও, অতীতে ফিরে যান ঘুরেফিরে। ফলে ভবিষ্যতের পথে এগোতে পারেন না, অবসাদ গ্রাস করে। ছবি: পিক্সাবে।
Published at : 20 May 2024 09:49 PM (IST)
আরও দেখুন






















