এক্সপ্লোর
Black to Wedding: রং প্রিয় হলেও থেকে যায় অস্বস্তি, বিয়েবাড়িতে কালো পোশাক পরা যায় কি?
Wedding Dress Code: বিয়েবাড়িতে কালো রঙের পোশাক পরা নিয়ে খুঁতখুঁত করে মন। আদৌ কি বিধিনিষেধ আছে? ছবি: ফ্রিপিক

ছবি: ফ্রিপিক।
1/10

বন্ধুবান্ধব থেকে আত্মীয়স্বজন, বছরভর বিয়েবাড়ি লেগেই থাকে। সেই নিয়ে যেমন উত্তেজনা অনুভব করি আমরা, একই ভাবে উদ্বেগেও ভুগি। বিশেষ করে বিয়েবাড়িতে পরার পোশাক বাছতে গিয়ে ঘেঁটে যায় মাথা। ছবি: পিক্সাবে
2/10

বিয়েবাড়িতে নিজের পছন্দের যা হোক একটা পরে গেলেই হয় না। কারণ কার বিয়ে, কোথায় বিয়ে, কোন রীতি মেনে হচ্ছে বিয়ে, এসবের উপরও নির্ভর করে পরনের পোশাক। ছবি: পিক্সাবে
3/10

তবে যে একটি বিষয়ে খুঁতখুত করে মন, তা হল বিয়েবাড়িতে কালো পোশাক পরা নিয়ে। এমনিতে কালো পোশাক ছাড়া গায়ে অন্য কিছু না তুললেও, কালো রঙের পোশাক পরে বিয়েবাড়ি যাওয়া নিয়ে ছুঁৎমার্গ রয়েছে। ছবি: পিক্সাবে
4/10

কিন্তু সত্যিই কি বিয়েবাড়িতে কালো পরা অশুভ? কালো রংয়ের সঙ্গে শুভ এবং অশুভের কি কোনও সংযোগ রয়েছে? এ নিয়ে নানা মত রয়েছে। কালো রংয়ের সঙ্গে মৃত্যুর সংযোগ রয়েছে বলে মনে করেন অনেকে। যে কারণে ভারত, চিন-সহ বেশ কিছু দেশে বিয়েবাড়িতে কালো রংকে ব্রাত্য রাখার চল রয়েছে। ছবি: পিক্সাবে
5/10

সময়ের সঙ্গে রীতি-নীতি এবং মানুষের পছন্দ-অপছন্দও বদলেছে। রক্ষণশীলতার বেড়াজাল কাটিয়ে উদারপন্থী চিনাভাবনাকে আপন করে নিয়েছেন মানুষজন। তাই বিয়েবাড়িতে কালো রঙের পোশাক পরে যেতে দ্বিধা করেন না অনেকে। কালো রঙের পোশাকে অতিথিকে দেখে অসন্তুষ্ট হন না আতিথেয়তার দায়িত্বে থাকা পরিবারও। ছবি: পিক্সাবে
6/10

তবে বিয়েবাড়িতে কালো রঙের এই গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে ফ্যাশন জগতের বিবর্তনের জেরে এবং মানুষ আরও ফ্যাশন সচেতন হয়ে পড়ায়। কালো রঙের আলাদা আকর্ষণ রয়েছে, কালো পোশাক আবেদন আরও বাড়িয়ে তোলে বলে বুঝতে পেরেছেন মানুষজন। তাই কালো প্রিয় রং হয়ে উঠেছে বহু মানুষের। ছবি: ফ্রিপিক
7/10

তবে বিয়েবাড়ি আনন্দোৎসব, দেখা-সাক্ষাতের অবসর, দু’জন মানুষের এক হওয়ার উদযাপন। এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, রীতিনীতি এবং সংস্কৃতি। মানুষ বিশেষে চিন্তাভাবনাও হয় আলাদা। অতিথিকে কালো রঙের পোশাকে দেখে ক্ষুণ্ণ হতে পারেন পাত্র বা পাত্রীর পরিবার। ছবি: পিক্সাবে
8/10

তাই সবদিক মাথায় রেখে পোশাক চয়ন করা উচিত। রিসেপশনে যদিও বা কালো পোশাক নিয়ে মাথা ঘামান না অনেকে। তবে মূল বিয়ের অনুষ্ঠানে কালো রঙের পোশাক এড়িয়ে চলেন অনেকে।একছাদের নীচে অনেকের সমাবেশ, তাই কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে দিতে চান না। ছবি: ফ্রিপিক
9/10

তবে খাতায়-কলমে বিয়েবাড়িতে কালো পোশাক পরা নিয়ে তেমন বিধিনিষেধ নেই। যে কারণে কালোর সঙ্গে অন্য রং মিলিয়ে পোশাকও পরেন কেউ কেউ। ছবি: ফ্রিপিক
10/10

বিয়েবাড়ি কখন যাচ্ছেন, তার উপরও নির্ভর করে রং বাছাই। গ্রীষ্মকালে সাধারণত কালো রং পরা হয় না। দিনের বেলায় বিয়ের অনুষ্ঠান থাকলেও, কালো রং পরেন না অনেকে। শীতকালীন বিয়েবাড়িতে আবার কালো পোশাক পরাই যায়। হাতের ব্যাগ এবং গয়নায় বৈচিত্র রাখেন অনেকে। ছবি: পিক্সাবে
Published at : 10 Mar 2024 12:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
