এক্সপ্লোর
Acne Reduce: মুখ ভর্তির ব্রণর কারণ স্ট্রেস নয় তো! কীভাবে বুঝবেন?
Skin Care: ব্রণর কারণ একাধিক হতে পারে। যার মধ্যে রয়েছে স্ট্রেসও। কীভাবে বুঝবেন নেপথ্যের কারণ?
ফাইল ছবি
1/10

মুখ ভর্তি ব্রণ থাকলে তা কারণ খুঁজতে গিয়ে নানা ব্যাখ্যা উঠে আসে। কখনও জীবনধারা, কখনও হরমোন আবার কখনও ত্বকের পরিচর্যা সঠিক ভাবে হচ্ছে না বলে মনে করা হয়। কিন্তু যে বিষয়টা ভেবে দেখা হয় না। তা হল স্ট্রেস। ব্রণর নেপথ্যেও থাকতে পারে মানসিক চাপ এবং উদ্বেগ। কীভাবে বুঝবেন?
2/10

মানসিক চাপ বা উদ্বেগের কারণে ব্রণ হলে তা বিশেষ করে T- Zone- এ ((কপাল, নাক এবং থুতনি)) দেখা যায়। ব্রণ হওয়ার পাশাপাশি ত্বকের মসৃণ ভাব নষ্ট হয়ে যায়। ত্বক প্রাণহীন হয়ে যায়। প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে যায়।
Published at : 17 Jan 2025 07:06 PM (IST)
আরও দেখুন






















