এক্সপ্লোর
Saraswati Puja Look: সরস্বতী পুজোয় শাড়ির সঙ্গে মানানসই মেকআপ, কীভাবে সাজলে ত্বকের যত্ন নিতে পারবেন? রইল বিশেষজ্ঞদের টিপস
Makeup Tips: চোখের মেকআপ যত গাঢ় করবেন ঠোঁটের ক্ষেত্রে মেকআপ ততই হাল্কা হওয়া প্রয়োজন। এক্ষেত্রে ন্যুড শেডের লিপকালার বা লিপস্টিক ব্যবহার করুন।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

কসমেটোলজিস্ট সায়ন্তন দাসের কথায় সরস্বতী পুজোয় পোশাক যদি হয় উজ্জ্বল রঙের তাহলে অবশ্যই মেকআপ ন্যুড শেডের হলে ভাল। এর ফলে আপনাকে দেখতে লাগবে স্নিগ্ধ। কিন্তু তাই বলে যেন ফ্যাকাশে না লাগে। সেদিকেও খেয়াল রাখা প্রয়োজন।
2/10

মেকআপের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল আই মেকআপ অর্থাৎ চোখের সাজগোজ। বেশি পরীক্ষা নিরীক্ষা না করাই ভাল। কাজল দিয়ে স্মোকি আই মেকআপ করে নিতে পারেন সহজে। কালো, ব্রাউন, মেরুন এইসব শেডের কাজল ব্যবহার করতে পারলে ভাল।
Published at : 12 Feb 2024 11:17 PM (IST)
আরও দেখুন






















