এক্সপ্লোর
Relationship Tips: জলের মতো স্পষ্ট সবকিছু, তাও অনুভূতি প্রকাশ করতে পারছেন না সামনের জন! বিশেষ কারণ থাকতে পারে
Repressed Emotions: সহজে অনুভূতি প্রকাশ করতে পারেন না অনেকে। জোর করার আগে, সম্ভাব্য কারণ জেনে রাখা ভাল।
ছবি: পিক্সাবে।
1/10

শুধু বন্ধু থেকে কাছের মানুষ হয়ে ওঠেন অনেকে। পারস্পরিক বোঝাপড়া থাকার দরুণ, সেই সম্পর্কে স্বচ্ছন্দ বোধ করে দু’জনই।
2/10

কিন্তু বন্ধুত্বের সীমারেখা পার করতেই সময় লেগে যায় অনেক ক্ষেত্রে। সামনের মানুষটির মনে প্রেমের অনুভূতি থাকলেও, প্রকাশ করতে পারেন না তিনি। কেন মন খুলে কথা কথা বলতে পারছেন না, তার কারণ হতে পারে একাধিক।
Published at : 15 Aug 2023 07:10 PM (IST)
আরও দেখুন






















