এক্সপ্লোর
Skin Care Tips: দই-হলুদেই বাজিমাত, নির্মূল হবে ব্রণ, বাড়বে ত্বকের জেল্লা
Face Mask Benefits: ত্বকের সমস্যা নিয়ে জেরবার? ঘরোয়া দুই উপাদানেই দূর হবে সমস্যা।

ফাইল ছবি
1/10

ত্বকের যত্নে হলুদের জুড়ি মেলা ভার। যে কোনও কিছুর সঙ্গে মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করা যায়। যার মধ্যে অন্যতম দই। দুই উপাদানের গুণে ত্বকের একাধিক উপকার হতে পারে।
2/10

হলুদ এবং দই একসঙ্গে মিশিয়ে ফেস প্যাক বা মাস্ক হিসেবে ব্যবহার করা যায়। যা প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল করে।
3/10

ত্বকের লালভাব বা অ্যালার্জি দূর করে হলুদ।
4/10

হলুদ এবং দই ব্রণ দূর করতে পারে। পাশাপাশি নতুন করে ব্রণ হওয়ার আশঙ্কাও দূর করতে পারে।
5/10

প্রতিদিন এই মাস্ক নিয়ম মেনে মুখে মাখলে কালো ছোপ দূর হতে পারে।
6/10

দইয়ে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ দূর করতে পারে।
7/10

দইয়ে রয়েছে প্রাকৃতিক ময়শ্চারাইজার। যা ত্বককে সজীব রাখে এবং শুষ্কতা দূর করতে সাহায্য করে।
8/10

এই মাস্কে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা অকাল বার্ধক্য দূর করতে পারে।
9/10

হলুদ এবং দই মিশিয়ে চোখের তলায় মাখলে দূর হয় ডার্ক সার্কেলও।
10/10

কোথাও বেরোনোর আগে এই মিশ্রণ মুখ মেখে, উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেললে সঙ্গে সঙ্গে তার ফল দেখা যায়।
Published at : 29 Jan 2024 08:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
