এক্সপ্লোর
Yoga Tips: সুস্থ থাকতে রোজ যোগাসন করুন, সঙ্গে অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি, নাহলেই বিপদ
Healthy Lifestyle: সারাবছর সুস্থ থাকার জন্য নিয়মিত যোগাসন অভ্যাস করা খুবই জরুরি। আর যোগাসন করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখাও প্রয়োজন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। শরীর সুস্থ রাখতে চাইলে নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন। আর রোজ যদি আপনি যোগাসন করতে পারেন, তাহলে সবচেয়ে ভাল।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। নিয়মিত যোগাসন করলে আপনার শরীরের অতিরিক্ত মেদ যেমন ঝরবে তেমনই মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হবে। স্ট্রেস কমবে।
3/10

ছবি সূত্র- পিক্সেলস। মনঃসংযোগ বাড়াতে এবং স্ট্রেসের মাত্রা কমাতে দারুণভাবে সাহায্য করে যোগাসন। এছাড়াও আপনার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকে ফ্লেক্সিবল রাখে যোগাসনের অভ্যাস।
4/10

ছবি সূত্র- পিক্সেলস। যাঁরা প্রথম প্রথম যোগাসন করছেন, তাঁরা অবশ্যই প্রশিক্ষকের কথা শুনে চলুন। নিজে থেকে আগ বাড়িয়ে জটিল যোগাসন অভ্যাস করতে যাবেন না। তাতে চোট-আঘাত পাওয়ার সম্ভাবনা থাকবে।
5/10

ছবি সূত্র- পিক্সেলস। যোগাসন করার সময় এমন পোশাক পরুন যেটায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। অন্যের থেকে অনুপ্রাণিত হয়ে যোগাসন করার সময়ের পোশাক নির্বাচন না করাই ভাল।
6/10

ছবি সূত্র- পিক্সেলস। একদম খালি পেটে যোগাসন করা যেমন ঠিক নয়, তেমনই ভারী খাবার খেয়েও যোগাসন করতে যাবেন না। দুটোতেই সমস্যা বাড়ে।
7/10

ছবি সূত্র- পিক্সেলস। যোগাসন শুরুর আগে এবং পরে, দু'ক্ষেত্রেই জল খাওয়া জরুরি। নাহলে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
8/10

ছবি সূত্র- পিক্সেলস। যোগাসন অভ্যাস শুরু করলে তা নিয়মিত ভাবেই করতে হবে। মাঝে মাঝে বাদ দিলে উপকার পাবেন না।
9/10

ছবি সূত্র- পিক্সেলস। যোগাসন করার সময় চোট-আঘাত থেকে বাঁচার জন্য একটু সতর্ক থাকুন। নিজের ক্ষমতার বাইরে গিয়ে শরীরচর্চা না করাই শ্রেয়।
10/10

ছবি সূত্র- পিক্সেলস। যাঁরা প্রথম যোগাসন শুরু করছেন, সহজ যোগাসন অভ্যাস দিয়ে চর্চা শুরু করুন। ধীরে ধীরে জটিল ধরনের যোগাসন করার জন্যও প্রস্তুত হয়ে যাবেন আপনি।
Published at : 21 Jul 2025 02:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















