এক্সপ্লোর
Makhana: 'হেলদি স্ন্যাক্স' হিসেবে মাখানা কেন রাখবেন মেনুতে? কী কী উপকার পাবেন?
Healthy Snacks: মাখানা খুবই পুষ্টিকর খাবার। অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। শরীরে বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপকরণের জোগান দেয়।
মাখানা
1/10

ওজন নিয়ন্ত্রণে রাখতে আজকাল অনেকেই ডায়েট করেন, অর্থাৎ খাওয়া-দাওয়ার দিকে নজর দেন।
2/10

ডায়েট করা মানে না খেয়ে থাকা একেবারেই নয়। বরং স্বাস্থ্যকর খাবার খাওয়া। একবারে অনেকটা খাবার না খেয়ে, বারে বারে অল্প পরিমাণে খাবার খাওয়ার অভ্যাস করা।
Published at : 13 Sep 2025 05:40 PM (IST)
আরও দেখুন






















