এক্সপ্লোর
High Blood Pressure and Eye Disease: চোখে স্ট্রোক থেকে কর্নিয়ায় রক্ত জমাট বাঁধা, লাগামছাড়া ব্লাড প্রেসার কাড়তে পারে দৃষ্টিশক্তিও
Hypertensive Retinopathy: হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেসার। হার্ট থেকে মস্তিষ্ক, যে কোনও কিছুকে ধাক্কা মারতে পারে সরাসরি।
লাগামছাড়া ব্লাড প্রেসার কাড়তে পারে দৃষ্টিশক্তিও
1/10

হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেসার। হার্ট থেকে মস্তিষ্ক, যে কোনও কিছুকে ধাক্কা মারতে পারে সরাসরি। ভয়ংকর পরিণাম ডেকে আনে বিনা চিকিৎসা হাই ব্লাড প্রেসারের সমস্যা ফেলে রাখলে।
2/10

চোখের স্ট্রোক থেকে শিরা ফেটে যাওয়া, নানা বিপত্তি ঘটতে পারে উচ্চ রক্তচাপ থাকলে। এমনকী ভাগ্য মন্দ হলে, দৃষ্টি শক্তিও হারান কেউ কেউ। তাই হাই ব্লাড প্রেসার নিয়ে সতর্ক থাকুন।
Published at : 17 May 2024 08:49 AM (IST)
আরও দেখুন






















