এক্সপ্লোর
Nail Growth: একটুতেই ভেঙে যায় নখ, বাড়তে দেরি হয়? মুক্তি পান এই উপায়ে...
Growth of Nails:খুব বেশি হ্য়াপা নেই। ফল পাবেন হাতেনাতে। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

ব্যস্ততায় ভরা জীবনে আলাদা করে নখের যত্ন আর হয় না। ফলে সময়ের সঙ্গে অযত্নের ছাপ পড়ে নখের উপর। আবার নখ বাড়াতেও গায়ে জ্বর আসে আমাদের।
2/10

কিন্তু লম্বা নখ, ঝকঝকে নখ কার না ভাল লাগে? তাড়াতাড়ি নখ বড় করার উপায় রয়েছে হাতের কাছেই।
3/10

একটুতেই যদি নখ ভেঙে যায়, ফিকে হয়ে যায় রং, সেক্ষেত্রে অলিভ অয়েল এবং নারকেল তেল লাগান নখে। এতে অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে।
4/10

নখ যদি একটুতেই ভেঙে যায়, তাহলে ফ্ল্যাক্সসিড অয়েল ব্যবহার করুন। তেল গরম করে নখের উপর, চার পাশের চামড়ার উপর মাসাজ করুন। ফল মিলবে।
5/10

একটি পাত্রে জল নিয়ে তিন-চার চিমটে লবণ যোগ করুন। এক চামচ অলিভ অয়েল মেশান। ১৫ মিনিট রোজ নখ ডুবিয়ে রাখুন। নখ হলদ হয়ে গেলে লেবু নিঙড়ে দিতে পারেন। একটু জ্বালা করতে পারে।
6/10

বাটিতে অলিভ অয়েল এবং লেবুর রস মিশিয়ে নিন। ১০-১৫ সেকেন্ড গরম হতে দিন। নখ ডুবিয়ে রাখুন ১০ মিনিট। দু'দিনেই ফল পাবেন।
7/10

কমলালেবুর কোয়া নখের উপর কয়েক মিনিট ঘষতে পারেন। মিনিট পাঁচেক রেখে ধুয়ে নিন। ময়শ্চারাইজার লাগান অবশ্যই।
8/10

নখের উপর, আশেপাশের চামড়ায় নারকেল তেল লাগিয়ে আস্তে আস্তে মাসাজ করুন। পাঁচ মিনিট রাখুন। দিনে তিন-চার বার করলেই ফল পাবেন।
9/10

শিয়া বাটারে ভিটামিন ই, এ থাকে। কিউটিকল এবং নখের উপর লাগিয়ে হালকা হাতে মাসাজ করুন। ৩০ মিনিট রাখুন। প্রয়োজনে গ্লাভস পরে নিন। ফল পাবেন।
10/10

নিয়মিত ডায়েটে সেদ্ধ ডিম, সেদ্ধ দানাশস্য, মাশরুম, কলা রাখুন। বায়টিন সমৃদ্ধ খাবার খেলে নখ তাড়াতাড়ি বাড়ে। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 29 Aug 2024 02:26 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি






















