এক্সপ্লোর
Lifestyle:এই সব খাবার ভুলেও ফ্রিজে নয়, হতে পারে সমস্যা
Food Items: দীর্ঘ দিন খাবার টাটকা রাখতে 'ফ্রিজ'-র ভূমিকা কম-বেশি আমাদের অনেকের জানা। বকিন্তু কিছু ক্ষেত্রে খাবারের 'রেফ্রিজারেশন' হিতে বিপরীত করতে পারে, এটা হয়তো আমাদের অনেকেরই খেয়াল থাকে না।
এই সব খাবার ভুলেও ফ্রিজে নয়, হতে পারে সমস্যা (ছবি:PTI)
1/9

জীবাণুর বাড়বৃদ্ধি নিয়ন্ত্রণ করে দীর্ঘ দিন খাবার টাটকা রাখতে 'ফ্রিজ'-র ভূমিকা কম-বেশি আমাদের অনেকের জানা। বস্তুত, এই কাজের জন্য 'রেফ্রিজারেটর'-র উপর আমরা এতটাই নির্ভরশীল যে এটি ছাড়া এখন জীবন যেন ভাবাই যায় না। কিন্তু কিছু ক্ষেত্রে খাবারের 'রেফ্রিজারেশন' হিতে বিপরীত করতে পারে, এটা হয়তো আমাদের অনেকেরই খেয়াল থাকে না।
2/9

রান্নায় যে গোটা মশলা ব্যবহার করেন, তা যদি সেই অবস্থায় 'ফ্রিজে' রেখে দেন তা হলে দ্রুত মশলার গন্ধ ও স্থায়িত্ব দুটোই চলে যেতে পারে। 'ফ্রিজ'-র আর্দ্রতা শুষে নেয় গোটা মশলা। ফলে নিজেের গন্ধ হারায়। (ছবি:PIXABAY)
Published at : 21 Apr 2024 05:39 PM (IST)
আরও দেখুন






















