এক্সপ্লোর
Oats Recipe:প্রতিদিন একই ভাবে Oats খান? বদলে ফেলুন এই recipe দিয়ে
Food And Lifestyle:পৃথিবীর স্বাস্থ্যকর 'হোল গ্রেন'-র অন্যতম ওটস। গ্লুটেন-ফ্রি ওটসের স্বাস্থ্যগুণ নিয়ে হামেশাই নানা আলোচনা শোনা যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নানা ভাবে খাওয়া যায় এটি।
প্রতিদিন একই ভাবে Oats খান? বদলে ফেলুন এই recipe দিয়ে
1/8

পৃথিবীর স্বাস্থ্যকর 'হোল গ্রেন'-র অন্যতম ওটস। গ্লুটেন-ফ্রি ওটসের স্বাস্থ্যগুণ নিয়ে হামেশাই নানা আলোচনা শোনা যায়। বিশেষজ্ঞদের অনেকের যেমন ধারণা, ভিটামিন, খনিজ পদার্থ , ফাইবার এবং অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এই শস্যের ওজন ও রক্তে শর্করার মাত্রা কমানো থেকে শুরু করে একাধিক স্বাস্থ্য় গুণ রয়েছে।
2/8

কিন্তু টানা একই ভাবে 'ওটস' খেতে হলে অরুচি আসতে পারে। অসুবিধা নেই। একাধিক ভাবে খাওয়া যেতে পারে এই খাবার। যেমন ধরুন, ওটসের Wrap। রান্না করা ওটসের সঙ্গে কড়ায় হালকা নাড়াচাড়া করে নেওয়া পালংশাক, 'ফেটা চিজ' এবং টমেটো মিশিয়ে সুস্বাদু Wrap বানিয়ে খাওয়া যেতে পারে।
Published at : 18 Feb 2024 08:49 PM (IST)
আরও দেখুন






















