এক্সপ্লোর
Sunny Leone: জুহুতে সাইকেল চালালেন সানি লিওন, স্বামী ড্যনিয়েলকে কী পরামর্শ দিলেন?
Sunny Leone cycling with husband
1/12

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় সানি লিওন। মাঝেমধ্যেই তাঁর ব্যক্তিগত ও পেশাদার জীবন সম্পর্কে আপডেট তাঁর অনুরাগীদের কাছে জানিয়ে থাকেন। এবার তাঁকে মুম্বইয়ের জুহুতে সাইকেল চালাতে দেখা গেল।
2/12

রাতের মুম্বইতে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সাইকেল চালানোর আনন্দ উপভোগ করলেন সানি লিওন।
3/12

সম্প্রতি একটি ফেসবুক পোস্টে কালো টুপি ও ওড়নাকে মাস্কের মতো ব্যবহার করতে দেখা যায় তাঁকে।
4/12

এতে তাঁকে চেনাই যাচ্ছিল না। আর এই লুকের কারণও তিনি জানিয়েছিলেন।
5/12

মজার ছলে সানি লিওন বলেন, তিনি কোনও ডাকাতি করতে যাচ্ছিলেন না। বরং রাতে তাঁকে তাঁর স্বামীর জন্য ওষুধের দোকানে যেতে হয়েছিল।
6/12

সানি জানিয়েছেন, ড্যানিয়েল যে চিকেন খেয়েছিলেন, তা খুব একটা ভালো ছিল না। সেজন্য ওষুধের প্রয়োজন হয়ে পড়েছিল।
7/12

সানি ড্যানিয়েলকে নিরামিষ খাবার-দাবার খাওয়ার পরামর্শও দিয়েছেন।
8/12

১০ বছর হল সানি ও ড্যানিয়েলের বিয়ে হয়েছে। এই দম্পতি মাঝেমধ্যেই একে অপরের প্রশংসা করে থাকেন।
9/12

চিকেন খেয়ে স্বামী অসুস্থ হয়ে পড়ায় রাতেই ওষুধ দোকানে ছুটলেন তিনি।
10/12

সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে পুরো ঘটনার কথা জানিয়েছেন সানি।
11/12

সানি বর্তমানে একটি শো-র হোস্ট। তাঁকে আগামী দিনে সাইকোলজিক্যাল থ্রিলার শেরো-তে দেখা যাবে। এছাড়াও রয়েছে অনামিকা সিনেমা।
12/12

সানি ও ড্যানিয়েলের তিন সন্তান-নিশা, আশের ও নোয়া।
Published at : 03 Jul 2021 09:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























