এক্সপ্লোর
Home Decor Ideas: কম বাজেটে ঘরকে কীভাবে সুন্দর ও আকর্ষণীয় করে তুলবেন ?
Budget Friendly Decoration : আসুন জেনে নিই, কীভাবে ঘরকে নতুন লুক দেওয়া যায়।
ছবি সৌজন্যে : Pixabay
1/11

সবাই চায় নিজের বাড়িটাকে সাজাতে, নতুন চেহারা দিতে। কিন্তু বাজেট-বান্ধব সাজসজ্জার ধারণা থাকা চায়। আসুন জেনে নিই, কীভাবে ঘরকে নতুন লুক দেওয়া যায়।
2/11

ইনডোর প্ল্যান্ট ঘরের সৌন্দর্য বাড়াতে এবং আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে। ঘরের মধ্যে গাছপালা বাতাসকে বিশুদ্ধ করে, বাতাসে অক্সিজেনের মাত্রা বাড়ায় এবং মেজাজকে ইতিবাচক রাখে। জানালার কাছে, রুমের কোণে, স্টাডি ডেস্ক, রুমের শেল্ফে এই গাছগুলি রেখে আপনার ঘরকে করে তুলতে পারেন আকর্ষণীয়। চাইলে জায়গা বাঁচাতে দেওয়ালে ঝুলন্ত গাছও লাগাতে পারেন।
Published at : 29 Jul 2022 08:55 PM (IST)
আরও দেখুন






















