এক্সপ্লোর
Relationship Tips: সম্পর্কেও জং ধরে বইকি! ঘষেমেজে নিতে হবে নিজেকেই, এগোন এক পা এক পা করে
Couple Tips: উষ্ণতা হারিয়েছে সম্পর্ক! তাই বলে হাল ছেড়ে দেবেন। সামান্য চেষ্টায় ফিরতে পারে পুরনো সমীকরণ। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

সম্পর্কে জড়িয়ে পড়া সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন। একবাক্যে এ কথা মানবেন সকলেই। কারণ সম্পর্কে অন্য জনের ভাললাগা, না লাগার কথাও মাথায় রাখতে হয়। অনেক সময় সামাজিক সিলমোহর নিয়ে সম্পর্ক টিকে গেলেও, দু’জনের মধ্যেকার সমীকরণ, পরস্পরের প্রতি সেই টান উধাও হয়ে যায়। বরং কথা বলার আগে ভাবতে হয় দু’বার। আবার পাশাপাশি বসে থেকেও হ্যাঁ, হুঁ ছাড়া কথা বেরোয় না মুখ থেকে।
2/10

কিন্তু যে সম্পর্ককে নিয়ে জীবনের পথ চলা, তার প্রতি এমন উদাসীনতা মোটেই কাম্য নয়। তাই সম্পর্কে হারিয়ে যাওয়া রসায়ন এবং সমীকরণ ফিরিয়ে আনতে নিজে থেকেই উদ্যোগী হওয়া প্রয়োজন।
Published at : 07 Mar 2023 02:31 PM (IST)
আরও দেখুন






















