এক্সপ্লোর
Throat Cancer : সাধারণ এই লক্ষণগুলো সর্দি-কাশি-অ্যালার্জির নয়, হতে পারে গলার ক্যান্সারের ইঙ্গিতও, কখন বুঝবেন?
এগুলো হতে পারে গলার ক্যান্সারের ইঙ্গিতও, কখন বুঝবেন?
1/8

গলা ব্যথাকে অনেক ক্ষেত্রেই গুরুত্ব দেন না কেউই। সাময়িক জ্বালা যন্ত্রণা বলে বলে উড়িয়ে দেন অনেকেই । আবহাওয়ার বদলে অ্যালার্জি থেকেও গলায় ব্যথা যন্ত্রণা হয়। যদি গলা ব্যথা কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে, তাহলে ভাবতেই হবে।
2/8

খেয়াল রাখুন, আপনার গলায় কি দুই সপ্তাহের বেশি সময় ধরে ব্যথা ? গলার স্বর কর্কশ হয়ে যাওয়াও খারাপ লক্ষণ। ক্যান্সারের প্রাথমিক এবং সবচেয়ে সাধারণ লক্ষণগুলির মধ্যে এটা একটি।
Published at : 28 Jul 2025 11:36 AM (IST)
আরও দেখুন






















