এক্সপ্লোর
Hair Care Tips: পার্লারের মতো চুল মিলবে বাড়িতে! সহজ নিয়ম মানলেই কেল্লাফতে
Lifestyle Tips: প্রতিদিন কিছু নিয়ম মানলেই মিলবে ঘন, স্বাস্থ্যোজ্জ্বল চুল
ফাইল ছবি
1/10

স্বাস্থ্যোজ্জ্বল চুল সবাই চায়। আর পার্লারে গেলেই চুলে বাড়ছে জেল্লা। কিন্তু দেখতে হবে পকেটের দিকটাও। তাই সার্বিকভাবে চুলের যত্ন নেওয়া প্রয়োজন।
2/10

একদিন চুলের যত্ন নিলেই হবে না। লাগাতার চেষ্টার পর ধীরে ধীরে মিলবে ফল। চুল কেমন হবে তা নির্ভর করে রোজকার অভ্যাসের উপরও। যার মধ্যে একটা কম হলে বা না হলে তার প্রভাব পড়তে পারে।
Published at : 07 Apr 2024 11:19 PM (IST)
আরও দেখুন






















