এক্সপ্লোর
Vastu Tips: ঘুমে সমস্যা ? রইল জীবন বদলে যাওয়া বাস্তু টিপস
Vastu Tips For Good Sleeps: বাস্তু মেনে ঘুম দিলে একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন , দেখুন একনজরে

ঘুমে সমস্যা ? রইল জীবন বদলে যাওয়া বাস্তু টিপস
1/10

রাতে ঘুমনোর ক্ষেত্রে বাস্তুর একটা বড় প্রভাব রয়েছে। আবার ঘুমের সঙ্গে জড়িয়ে রয়েছে জীবনের সুখ-শান্তি। এমনকি সাফল্য। ঘুম ভাল হলে সব ভাল।
2/10

বিশেষজ্ঞরাও এটা সবসময় বলে থাকেন, ঘুমের ঘাটতি যেনও কোনওভাবেই না হয়। কারণ ঘুমোলে আমাদের চিন্তাভাবনার স্তর গভীরতা পায়।
3/10

এবার কথা হচ্ছে বাস্তু মেনে ঘুমনো। প্রথমত যারা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, তাঁদের জন্য সবচেয়ে ভাল ঘুমনোর দিক হল পূর্ব দিক। এতে স্মৃতিশক্তি ও চিন্তা ভাবনা গাঢ় হয়।
4/10

অপরদিকে, দক্ষিণদিকে ঘুমনোও উত্তম। কিন্তু সেটা কর্মজীবন বা অবসর জীবনে। অর্থাৎ জীবনের প্রথমভাবে পূর্বদিক এবং জীবনের দ্বিতীয়ভাগে দক্ষিণদিক।
5/10

ঘুমনোর আগে যদি সম্ভব হয়, পূর্ব দিকে একটি আলোকবাতি জ্বালিয়ে কিছুটা সময় সেদিকে একভাবে চেয়ে থাকলে, প্রভাব পড়ে। তা সেটা প্রদীপ হোক কিংবা মোমবাতির আলো।
6/10

বাস্তু মতে ঘুমনোর সময় খাটে কোনওভাবেই ভূল করেও , মাথার কাছে কোনও ইলেকট্রনিক জিনিস রাখবেন না। ঘড়ি থেকে শুরু করে মোবাইল নৈব নৈব চ।
7/10

একইভাবে পড়াশোনার জিনিস অর্থাৎ বই খাতা পেনসিন কোনওকিছুই মাথার পাশে বিছানায় রাখা উচিত নয়। এতেও ক্ষতির আশঙ্কা থাকে।
8/10

অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখেন। বাস্তুমতে কাপড়ের পুটলি করে ফিটকিরি বেধে বালিশের নিচে রেখে দিলে দুঃস্বপ্ন দূর হয়। এলাচ রাখলেও উপকার পাওয়া যায়।
9/10

ঘুমোতে যাওয়ার আগে, সম্ভব হলে প্রণাম করুন। বিছানার কাছে জল ভর্তি কোনও পাত্র বা বোতল রাখলে ভাল হয়।
10/10

আশা করা যায়, বাস্তুর এই নীতিগুলি মেনে নিয়ে এগোলে জীবন অনেক সুন্দর হয়ে উঠবে।
Published at : 26 Nov 2024 07:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
