এক্সপ্লোর
Whooping cough : '১০০ দিনের কাশি'তে জেরবার ! সতর্কতা জারি কোন দেশে?
ব্রিটেনের চিকিৎসকরা এই নতুন উপসর্গের নাম দিয়েছেন "১০০-দিনের কাশি"
কাশিতে জেরবার ?
1/9

হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। কাশি যেন আর থামতেই চায় না। কাশতে কাশতে দম আটকে যাওয়ার উপক্রম হচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শ্বাস নেওয়ার সময় সাঁই সাঁই শব্দ হচ্ছে।
2/9

এছাড়াও কারও কারও কাশতে কাশতে বমি পর্যন্ত হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হয়ে মূর্ছা যাওয়ার মতো ঘটনাও ঘটছে। ১ দিন - ২ দিন কিংবা ১ সপ্তাহ - ২ সপ্তাহ নয়, তিন মাস পেরোলেও কমছে না কাশি।
Published at : 13 Dec 2023 04:27 PM (IST)
আরও দেখুন






















