By : abp ananda | Updated at : 25 Jun 2022 10:37 AM (IST)
Glass Water Bottle
1/7
জলর অপর নাম জীবন। দৈনিক পর্যাপ্ত জল না পান করলে শরীরে দেখা দেয় জলশূন্যতা। যা শারীরিক বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। এই গরমে আর্দ্র থাকা অত্যন্ত জরুরি।
2/7
চিকিৎসকরা মনে করেন, একজন ব্যক্তির সারা দিনে অন্তত ৭-৮ লিটার জল পান করা বাধ্যতামূলক। কিন্তু জল প্লাস্টিক বোতলে না খেয়ে কাঁচের বোতলে খাওয়াই ভাল।
3/7
অনেকেই বাইরে বের হলে কিংবা ঘর বা অফিসে জলের বোতল ব্যবহার করেন। অনেকে কাচের বোতলে জল পান করেন। স্বাস্থ্য সুরক্ষায় কাচের বোতল বেশি উপকারী।
4/7
চিকিৎসকদের মতে, কাচের বোতল শরীরের জন্য বেশি উপকারী। কাচ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি। তবে ভেঙে যাওয়ার ভয় ছাড়া কাচের বোতলের ব্যবহারই সবচেয়ে ভালো।
5/7
প্লাস্ট্রিকের বোতলে জল পান করলে নানা রকম সমস্যা হতে পারে। কারণ প্লাস্টিকের বোতলে একাধিক কেমিকেল রিয়াকশনও হতে পারে। কাঁচের বোতলের ক্ষেত্রে সেই সমস্যা কম।
6/7
বিশেষ করে গরমে হিটস্ট্রোক এড়াতে বেশি করে অবশ্যই জল পান করতে হবে। এ সময় চিকিৎসকরা সব সময়ই সঙ্গে একটি জলর বোতল রাখার পরামর্শ দিচ্ছেন।
7/7
তাই চেষ্টা করুন, প্লাস্টিকের বোতলে জল না খেয়ে কাঁচের বোতলেই জল খেতে। এতে শরীরে অপকার কম হবে।