যদিও বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি প্রলয় পালের পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়।
2/6
মহম্মদপুরের তৃণমূল অঞ্চল সভাপতি দীপক গায়েন বলেন, পার্টি অফিসে আমাদের নেতারা মিটিং করে ফিরে এসেছিলেন, রাতে হঠাৎ আওয়াজ পাই, এসে দেখি ভাঙচুর করা হয়েছে, প্রচার পত্রিকা নষ্ট করা হয়েছে। বিজেপিই এই ঘটনার সঙ্গে রয়েছে।
3/6
বিজেপিতে যোগ দেওয়ার পর মঙ্গলবার প্রথম নন্দীগ্রামে সভা করেন শুভেন্দু। তৃণমূলের দাবি, এই সভার পরই মহম্মদপুরে তাদের পার্টি অফিসে হামলা চালায় বিজেপি।
4/6
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানেই তৃণমূলের পার্টি অফিসে হামলা চালাল দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয়েছে আসবাবপত্র।দলীয় কাগজপত্র নষ্ট করা হয়েছে বলে অভিযোগ।
5/6
নন্দীগ্রামে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর সভার পর হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। বিজেপির পাল্টা দাবি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।
6/6
পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর অখিল গিরি করোনা আক্রান্ত হওয়ায় ৭ জানুয়ারি নন্দীগ্রামের সভায় যোগ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, পাল্টা সভার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু।এই তরজার মধ্যেই তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে। পূর্ব মেদিনীপুর থেকে প্রতিবেদনটি পাঠিয়েছেন বিটন চক্রবর্তী