এক্সপ্লোর
Cyclone Yaas: শুরু ইয়াসের ল্যান্ডফল, রাস্তায় ভাসছে গাড়ি, নারকেল গাছের মাথা ছুঁল ঢেউ!
শুরু ইয়াসের ল্যান্ডফল
1/12

নির্ধারিত সময়ের আগেই ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ইয়াস। সকাল সোয়া ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ড ফল। ৩ ঘণ্টা ধরে এই ল্যান্ড ফল চলবে।
2/12

ল্যান্ড ফলের সময় সাইক্লোনের আই অংশটি ঢুকতে শুরু করে স্থলভাগে। এই মাঝের অংশটি ঢোকার সময় ঝড়ের বেগ ও বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যায়। টেল অংশটি অতিক্রম করে যাওয়ার সময় ফের ঝড়ের দাপট বাড়বে। বাড়বে বৃষ্টি।
Published at : 26 May 2021 10:59 AM (IST)
আরও দেখুন






















