এক্সপ্লোর
Cyclone Yaas Destruction: গুঁড়িয়ে গিয়েছে দোকান, নৌকা ভেঙে টুকরো টুকরো! ইয়াসের ল্যান্ডফলে লণ্ডভণ্ড উদয়পুর, দিঘা

গুঁড়িয়ে গিয়েছে দোকান, নৌকা ভেঙে টুকরো টুকরো! ইয়াসের ল্যান্ডফলে লণ্ডভণ্ড উদয়পুর, দিঘা
1/9

শেষ হল ল্যান্ডফলের প্রক্রিয়া। নির্ধারিত সময়ের আগেই ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। সকাল সোয়া ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ড ফল। প্রায় ৪ ঘণ্টা ধরে এই ল্যান্ড ফল চলে। ল্যান্ড ফলের সময় সাইক্লোনের আই অংশটি ঢুকতে শুরু করে স্থলভাগে। এই মাঝের অংশটি ঢোকার সময় ঝড়ের বেগ ও বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যায়। টেল অংশটি অতিক্রম করে যাওয়ার সময় ফের ঝড়ের দাপট বাড়ে। বাড়ে বৃষ্টিও।
2/9

ল্যান্ডফলের পরে কার্যত ধ্বংসের ছবি বাংলা ও উড়ুষ্যা বর্ডারের উদয়পুর জুড়ে। ঝড়ের দাপটে ভেঙে পড়েছে ওয়াট টাওয়ার।
3/9

ঘূর্ণঝড় ইয়াসের দাপটে ভেঙে পড়েছে পাকা দোকানঘরগুলিও। জনপ্রিয় সমুদ্রতট জুড়ে শুধুই হাহাকার।
4/9

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সমস্ত ধ্বংসস্তুপ সরাবার কাজে হাত লাগিয়েছে তারা।
5/9

সমুদ্রতট থেকে জলের তোড়ে অনেকটা দূরে উড়ে এসে পড়েছে বড় পাথর, বোল্ডার।
6/9

উদয়পুর বিচে পড়ে থাকতে দেখা গেল টুকরো টুকরো হয়ে ভেঙে পড়া নৌকা। সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি।
7/9

বালেশ্বরের দক্ষিণে আছড়ে পড়ল ইয়াস। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার ৬৬টি জায়গায় ভেঙেছে বাঁধ, জানালেন মুখ্যমন্ত্রী। প্লাবিত বেশ কয়েকটি জেলা।
8/9

পরিস্থিতি সামলাতে রাস্তায় নেমেছে আর্মি। ওড়িশায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরেই দিঘায় উত্তাল সমুদ্র। ঢেউ ছুঁল নারকেল গাছের মাথা। ভাঙল বোল্ডারের বাঁধ। জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা।
9/9

দিঘার কাছে উদয়পুর বিচে ইয়াসের ধ্বংসলীলা। গুঁড়িয়ে গিয়েছে পাকা ছাদ। একাধিক ঝুপড়ি মাটিতে। সমুদ্রের ধারে রাখা নৌকা ভেঙে টুকরো। ঢেউয়ের তোড়ে সমুদ্রের ধারের বোল্ডার ভেসে গিয়েছে বহুদূর।
Published at : 26 May 2021 02:05 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
