এক্সপ্লোর
Cyclone Yaas Destruction: গুঁড়িয়ে গিয়েছে দোকান, নৌকা ভেঙে টুকরো টুকরো! ইয়াসের ল্যান্ডফলে লণ্ডভণ্ড উদয়পুর, দিঘা
গুঁড়িয়ে গিয়েছে দোকান, নৌকা ভেঙে টুকরো টুকরো! ইয়াসের ল্যান্ডফলে লণ্ডভণ্ড উদয়পুর, দিঘা
1/9

শেষ হল ল্যান্ডফলের প্রক্রিয়া। নির্ধারিত সময়ের আগেই ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। সকাল সোয়া ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ড ফল। প্রায় ৪ ঘণ্টা ধরে এই ল্যান্ড ফল চলে। ল্যান্ড ফলের সময় সাইক্লোনের আই অংশটি ঢুকতে শুরু করে স্থলভাগে। এই মাঝের অংশটি ঢোকার সময় ঝড়ের বেগ ও বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যায়। টেল অংশটি অতিক্রম করে যাওয়ার সময় ফের ঝড়ের দাপট বাড়ে। বাড়ে বৃষ্টিও।
2/9

ল্যান্ডফলের পরে কার্যত ধ্বংসের ছবি বাংলা ও উড়ুষ্যা বর্ডারের উদয়পুর জুড়ে। ঝড়ের দাপটে ভেঙে পড়েছে ওয়াট টাওয়ার।
Published at : 26 May 2021 02:05 PM (IST)
আরও দেখুন






















